আমাদের দৈনন্দিন কাজ পরিমাপের জন্য অসংখ্য রাশি থাকলেও মাত্র সাতটি একক দিয়ে আমরা সেই রাশি গুলোকে পরিমাপ করতে পারি। আর এই জন্য কোন রাশিকে কোন এককে প্রকাশ করা যায় তা আমাদের জানা প্রয়োজন। তাছাড়া রাশিটি কোন কোন মৌলিক রাশির সম ন্বয়ে গঠিত তাও জানা প্রয়োজন। একটা রাশিতে কোন কোন মৌলিক রাশি কোন সূচকে বা পাওয়ারে রয়েছে সেটাকেই তার মাত্রা বলা হয়।
মাত্রার কয়েকটি সমীকরণ:
রাশির প্রেক্ষিতে মাত্রা সমীকরণ এরকম হয়ে থাকে:
- বল, [F] =[MLT−2]
- কাজ, [W]=[ML2T−2]
- ক্ষমতা, [p]=[ML2T−3]
- শক্তি, [E]=[ML2T−2]
- ঘনত্ব, [ρ]=[ML−3]
- চাপ, [p]=[ML−1T−2]
- তাপ, [Q]=[ML2T−2]
- তাপ ধারণ ক্ষমতা, [C]=[ML2T−2θ−1]
যে কোন প্রয়োজনে হাতের সামনে পেতে ফেসবুকে Share করে রাখুন। ধন্যবাদ।