রোবট কি?রোবটের বিভিন্ন অংশ ও ব্যবহার
রোবট একটি যান্ত্রিক বা কাল্পনিক কৃত্রিম কার্যসম্পাদক। এটি একটি ইলেকট্রনিক যান্ত্রিক ব্যবস্থা। এটি মানুষের বিকল্প হিসেবে কাজ করে। রোবট শব্দটি স্লাভিক শব্দ “রোবোটা” থেকে এসেছে। এর অর্থ হল শ্রমিক বা লেবার বা মানুষের দাসত্ব। অর্থাৎ একঘেয়েমি পরিশ্রম করতে পারে এমন যন্ত্র।
রোবট না কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যে মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করতে পারে।এর কাজের ধরন দেখে মনে হবে এর ভেতর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে।
এক কথায় বলা যায় ,যে যন্ত্র নিজে নিজে মানুষের কাজে সাহায্য করে এবং নানাবিধ কাজে মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় তাকে রোবট বলে। এটি দেখতে যে মানুষের মত যন্ত্র হতে হবে তা নয়। এটি এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণ বা আংশিক মানুষকে নকল করবে, কখনো চেহারায় ,কখনো কাজের মধ্য দিয়ে ,কখনো আবার উভয়ভাবে।
এতে এমনভাবে প্রোগ্রাম বেঁধে দেওয়া আছে যা প্রয়োজন অনুযায়ী নতুন করে বেঁধে দেওয়া যায়। কিছু কিছু রোবট রয়েছে যেগুলো শুধু প্রোগ্রাম অনুসারেই কাজ করে। আবার অনেক রোবট রয়েছে যেগুলো দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যাল এর সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন ধরনের কাজে রোবট আমাদের সহায়তা করে।
রোবটের কয়েকটি ধর্ম
- রোবট প্রাকৃতিক নয় , কৃত্রিম ।
- এর পরিবেশ অনুভব করার ক্ষমতা আছে।
- পরিবেশের বস্তু নিয়ে কাজ করতে পারে।
- আর কিছু বুদ্ধি আছে যার সাহায্যে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে।
- কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামযোগ্য।
- ঘুরতে পারে ও স্থানান্তর করতে পারে।
- স্বেচ্ছায় কাজ করতে পারে ইত্যাদি।
রোবটের বিভিন্ন উপাদান বা অংশ
একটি রোবটের বিভিন্ন উপাদান বা অংশ থাকতে পারে। এগুলো হলো-
- মুভেবল বডি
- অ্যাকচুয়েটর
- বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম
- ইলেকট্রিক সার্কিট
- প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার
রোবটের ব্যবহার
রোবটের উল্লেখযোগ্য ব্যবহার গুলো নিচে উল্লেখ করা হলো-
- কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ রোবট ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- যানবাহন ও গাড়ির কারখানায় ব্যবহৃত হয়।
- যেসব কাছে মানুষের পক্ষে করা বিপদজ্জনক সেসব কাজ রোবট দিয়ে করানো যায়।
- কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানারকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ করা হয়।
- বিভিন্ন পরীক্ষামূলক কাজে ব্যবহার করা হয়।
- মেইল ডেলিভারির কাজে ব্যবহার করা হয়।
- ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়।
- বিভিন্ন নিরাপত্তা মূলক কাজে ব্যবহার করা হয়।
- পুলিশের সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়।
- সামরিক ক্ষেত্রেও রোবটের ব্যবহার উল্লেখযোগ্য ইত্যাদি।
আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।