জীব বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে।
ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়
ভৌত জীববিজ্ঞানে যেসব বিষয়ে আলোচনা করা হয় তা নিম্নে দেওয়া হল:
অঙ্গসংস্থান
এ শাখার আলোচ্য বিষয় হলো জীবের সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন বর্ণনা।আর জীবের দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃঅঙ্গসংস্থান আর অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃঅঙ্গসংস্থান বলে।
শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি
জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলে।
শরীরবিদ্যা
জীবের এ শাখায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি আলোচনা করা হয়। তাছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণও এখানে আলোচনা করা হয়।
হিস্টোলজি
এই শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী আলোচনা করা হয়।
ভ্রূণবিদ্যা
জীবদেহের এ শাখায় জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোষ বিদ্যা
কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়।
বংশগতিবিদ্যা বা জেনেটিক্স
জীবদেহের এ শাখায় জিন, জীবের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বিবর্তনবিদ্যা
এ শাখায় পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয়।
বাস্তুবিদ্যা
এ শাখার আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক ।
এন্ড্রোক্রাইনোলজি
হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়।
জীবভূগোল
পৃথিবীর বিভিন্ন ভৌগলিক সীমারেখায় জীবের বিস্তৃতি অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ জীবের ভৌগলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিদ্যা।