যশোরে ছেলের বিয়েতে এসে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু
যশোরে ছেলের বিয়েতে এসে অতিরিক্ত মদপানে দিলু ডোম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে যশোর শহরের ডোমপট্টিতে এ ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের কন্যা সঞ্জনার (১৮) সঙ্গে রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের পুত্র হৃদয় ডোমের (২২) বিয়ে হয়। দিলু ডোম তার ছেলের সঙ্গে এসেছিলেন। বিয়ের পার্বণ শেষে রাতভর অন্যদের সাথে মদ্পান করেন দিলু ডোম। অতিরিক্ত মদ্যপানে সোমবার বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসার জন্য দিলু ডোমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, ‘অতিরিক্ত মদ্পানে তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।’