গভীর রাতে দোকান থেকে ১১ ব্যারেল সয়াবিন তেল চুরি

রাতের আধারে দুই দোকান থেকে ১১ ব্যারেল তেলে চুরি করে নিয়ে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের আংগারিয়া বাজারে। শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, আংগারিয়া পশ্চিম বাজারের আফজাল স্টোর থেকে ৭ ব্যারেল সয়াবিন তেল এবং হালেম স্টোর থেকে ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চুরি হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দুই ব্যবসায়ী।

সিটি ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটে পিকআপ ভ্যান নিয়ে চোর চক্রের সদস্যরা বাজারে আসেন। পরে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেন। এরপর পিকাআপের পেছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকআপে তুলে নিয়ে যান হালেম স্টোরের সামনে। হালেম স্টোর থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যান।

আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আফজাল স্টোরের মালিক আফজাল মোল্লা বলেন, রাতে দোকান করে বাড়ি যাই। রাস্তার পাশে ত্রিপল দিয়ে ঢেকে তেলের ব্যারেলগুলো রেখে যাই। সকালে দোকানের সামনে এসে দেখি তেলের ব্যারেলগুলো নেই। সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ৫ জনের একটি চোরের দল আমার দোকানের সব তেল নিয়ে গেছে।

হালেম স্টোরের মালিক হালেম মাদবর বলেন, দুই দিন আগে তেল এনেছিলাম দোকানের জন্য। এগুলো খোলা হয়নি। রাতের আঁধারে আমার ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চোরে চুরি করে নিয়ে গেছে।

বাজারের নৈশপ্রহরী সামসুল হক সরদার বলেন, রাতে আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না। আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি। তাদের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *