“ঈ” দিয়ে শব্দ গঠন
বাংলা বর্ণমালার ৪ নাম্বার বর্ণটি হচ্ছে ঈ। এটি একটি স্বরবর্ণ। দীর্ঘ ঈ এর উচ্চারণ দীর্ঘ হয়। যেমন – দীন, শীত ইত্যাদি। ঈ ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে আসে এবং উচ্চে অগ্রতালুর কঠিনাংশের কাছাকাছি পৌঁছে। আর এই ধ্বনি উচ্চারনে জিহ্বা এগিয়ে সম্মুখভাগে দাঁতের দিকে আসে বলে একে সম্মুখ ধ্বনি বলা হয়। আর উচ্চারণের বেলায় জিহ্বা উচ্চে থাকে বলে একে উচ্চসম্মুখ স্বরধ্বনিও বলা হয়। চলুন তাহলে ঈ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জেনে নেই।
“ঈ” দিয়ে শব্দ গঠন
“ঈ” দিয়ে কয়েকটি শব্দ গঠন করা হলো –
শব্দ গঠন | বাক্য রচনা |
ঈগল | ঈগল পাখি একটি অপরিচিত পাখি। |
ঈদ | ঈদের দিনে সবাই মজা করে। |
ঈদুল | ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব। |
ঈর্ষা | অন্যের সুখ দেখে ঈর্ষা করা উচিত নয়। |
ঈশান | ঈগল ওড়ে ঈশান কোণে। |