সুরা আল ইনশিরাহ | অর্থসহ বাংলা উচ্চারণ

সুরা নং – ০৯৪ : আল-ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরণ), মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা – ০৮, অবতীর্ণের অনুক্রম – ০১২

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[1] أَلَم نَشرَح لَكَ صَدرَكَ
[1] আলাম্ নাশ্রাহ্ লাকা ছোয়াদ্রাকা
[1] আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

[2] وَوَضَعنا عَنكَ وِزرَكَ
[2] অওয়াদ্বোয়া’না- ‘আন্কা ওয়িয্রাকা
[2] আমি লাঘব করেছি আপনার বোঝা,

[3] الَّذى أَنقَضَ ظَهرَكَ
[3] আল্লাযী য় আন্ক্বাদ্বোয়া জোয়াহ্রকা
[3] যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

[4] وَرَفَعنا لَكَ ذِكرَكَ
[4] অরাফা’না-লাকা যিক্রক্
[4] আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

[5] فَإِنَّ مَعَ العُسرِ يُسرًا
[5] ফাইন্না মা‘আল্ উ’স্রি ইয়ুস্রান্
[5] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

[6] إِنَّ مَعَ العُسرِ يُسرًا
[6] ইন্না মা‘আল্ উ’স্রি ইয়ুস্র-
[6] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

[7] فَإِذا فَرَغتَ فَانصَب
[7] ফাইযা-ফারাগ্তা ফান্ছোয়াব্
[7] অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

[8] وَإِلىٰ رَبِّكَ فَارغَب
[8] অইলা-রব্বিকা র্ফাগব্
[8] এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ট করে আরবি উচ্চারণ শিখে নিবেন। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *