আধান বা চার্জ কাকে বলে? আধানের একক এবং প্রকারভেদ
আমরা প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ক্ষুদ্র ক্ষুদ্র এই কণাগুলোকে পরমাণু বলা হয়। পরমাণু আবার কয়েকটি মৌলিক কণা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে গঠিত। এই বিষয়গুলোর ভিতরেই চার্জ বা আধান এর সম্পর্ক।
চার্জ বা আধান কাকে বলে?
পদার্থ সৃষ্টিকারী এসব মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলা হয়।
মৌলিক কণা সমূহের মধ্যে নিউট্রন চার্জ নিরপেক্ষ হলেও প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন ঋণাত্বক চার্জ বিশিষ্ট।
স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। এবং এদের চার্জের পরিমাণ ও সমান থাকে। অর্থাৎ ইলেকট্রনের আধান বা চার্জ = প্রোটনের আধান বা চার্জ।
যদি কোন পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। হঠাৎ ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান থাকে তখন সেই পরমাণু কোন চার্জ প্রদর্শন করতে পারে না। পরমাণুর তড়িৎ নিরপেক্ষ হয়।
আধানের একক
আধান বা চার্জের এস আই (SI) একক হচ্ছে কুলম্ব (Coulomb)। কুলম্ব কে C দ্বারা প্রকাশ করা হয়।