আকাইদ / আকাঈদ শব্দের অর্থ কি? আকাইদ কি বা কাকে বলে?
আকাইদ আরবি শব্দ। এটি বহুবচন। এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। এর একবচন হলো আকিদাহ, যার অর্থ বিশ্বাস।
আাকাইদ কি বা কাকে বলে?
ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলে। যেমন – আল্লাহ, নবী-রাসূল, ফেরেশতা, আসমান কিতাব, আখিরাত, তকদির ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা।
মোটকথা, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তদনুযায়ী চলাকে আকাইদ বলে।