পড়াশোনা
0 min read

উন্নয়নশীল দেশ কি বা কাকে বলে? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বর্তমানে বিশ্ব বিভিন্ন ভাগে বিভক্ত। একদিকে দেখা যায় প্রাচুর্যের পাহাড় আর অন্যদিকে দারিদ্রের অভিশাপ নিয়ে বিশ্ব এগিয়ে চলছে। তেমনি এমন কিছু রাষ্ট্র আছে যাদেরকে উন্নতও বলা যায় না আবার অনুন্নত বলা যায় না এ সকল দেশ বা রাষ্ট্রকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী উন্নয়নশীল দেশ হিসেবে চিহ্নিত করেছেন। চলুন তাহলে উন্নয়নশীল দেশ সম্পর্কে জেনে নেই।

উন্নয়নশীল দেশ কি বা কাকে বলে?

পৃথিবীতে যেসব দেশ কোন না কোন ঔপনিবেশিক শক্তির উপনিবেশ ছিল এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে এরপর শিক্ষা প্রযুক্তি ও শিল্পায়নের মাধ্যমে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে তাদেরকে উন্নয়নশীল দেশ বলা হয়।

আবার কেউ কেউ বলেন যে, যেসব দেশে ইতোমধ্যেই কিছুটা অর্থনৈতিক উন্নতি ঘটেছে এবং ক্রমশ অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত হচ্ছে যেসব দেশে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রচিত হয়েছে এবং যারা অর্থনৈতিক ও জড়ত্ব ও স্থবিরতা কাটিয়ে ক্রমশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে তাদেরকে উন্নয়নশীল দেশ বলা হয়।

এক কথায় বলা যায় ,অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ কিন্তু কোন না কোন উন্নয়ন প্রক্রিয়া চলছে এমন দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।

উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য

নিম্নে উন্নয়নশীল দেশের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো –

  • পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের সূচনা হয়।
  • পরিকল্পিত কৃষি ও শিল্প উন্নয়ন
  • জাতীয় মাথাপিছু আয় ক্রমোন্নতি
  • উন্নয়নের আর্থসামাজিক ভিত্তি স্থাপন
  • সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধির প্রবণতা
  • জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব উন্নয়নে ঊর্ধ্বমুখী ধারা
  • শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার মানের উন্নয়ন
  • প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের প্রসারতা
  • আর্থিক সম্পদ এর পূর্ণ সদ্ব্যবহার
  • রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতা
  • পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নতি
  • অনুন্নত সামাজিক ও ধর্মীয় পরিবেশ
  • বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা ইত্যাদি।
Rate this post