জেনারেটর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
কটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরছে, কিন্তু কোন ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না- কারন কি?
অনেক সময় দেখা যায় ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরার পরেও কোন ভোল্টেজ উৎপন্ন হচ্ছেনা। নিম্নোক্ত কারণগুলোর কারণে এমনটা হতে পারে।
- ফিল্ডে রেসিডুয়্যাল (Residual) ম্যাগনেটিজম নেই।
- ফিল্ডের কয়েল ওপেন করা অথবা আর্মেচার কয়েল ওপেন করা।
- কার্বন ব্রাশ কম্যুটেটরে সাথে সংযুক্ত নেই।
- জেনারেটর উল্টা ঘুরছে।