ইন্টারনেট কি? ইন্টারনেটের সুবিধা সমূহ
ইন্টারনেট কি?
ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কে সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টারনেটওয়ার্কও বলা যায়। অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নেটওয়ার্কের সম্মনিত ব্যবস্থায় হচ্ছে ইন্টারনেট। পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করার ইলেকট্রনিক মাধ্যম হচ্ছে ইন্টারনেট।
ইন্টারনেটের সুবিধা
ইন্টারনেটের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এর মাঝে কয়েকটি হলো –
- তথ্যের বিশাল ভান্ডার হলো ইন্টারনেট। এমন কিছু নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না। ইন্টারনেটে কানেক্ট হয়ে যে কোন তথ্যের নাম লিখে সার্চ করলেই পৃথিবীর অসংখ্য সার্ভারে থাকা তথ্যগুলো প্রদর্শিত হয়।
- এর মাধ্যমে মুহূর্তে বিশ্বের যেকোন প্রান্তে যেকোনো তথ্য ই-মেইল করা যায়।
- ফ্যাক্স সুবিধা পাওয়া যায়।
- VOIP এর মাধ্যমে খুব কম খরচে বিশ্বের যেকোন প্রান্তে কথা বলা যায়।
- ঘরে বসেই বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়।
- এর মাধ্যমে নানা ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, নানা ধরনের বিনোদন উপকরণ ইত্যাদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংরক্ষণ করা যায়।
- এর মাধ্যমে ঘরে বসেই পণ্য কেনা যায়।
- ঘরে বসে থেকে বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করা যায়।
- অনলাইনে চিকিৎসাসেবা নেওয়া যায়।
- এটি ব্যবহার করে পৃথিবীর যেকোন দেশে হোটেল, বিমান, ট্রেন-বাস ইত্যাদিতে সিট রিজার্ভেশন করা যায়।
- এ মাধ্যমে ইলেকট্রিক উপায় দ্রুত অর্থ স্থানান্তর করা যায়।
- ঘরে বসেই যে কোন সংবাদপত্র, পত্রপত্রিকা পড়া যায় ইত্যাদি।