ধ | ধ দিয়ে শব্দ গঠন

ব্যঞ্জনবর্ণের ১৯ তম বর্ণ হচ্ছে ধ। আর বাংলা বর্ণমালার ৩০ তম বর্ণ হলো এই ধ। এর উচ্চারণ স্থান হচ্ছে অগ্রদন্তমূল। আর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে দন্ত্য বর্ণ। ধ উচ্চারণের সময় জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। চলুন তাহলে ধ দিয়ে শব্দ গঠন সম্পর্কে জেনে নেই।

ধ এর ব্যবহার

স্বরবর্ণ ধ এর সাথে যুক্ত হলে নিচের মত হয় –

স্বরবর্ণ ধ এর সাথে উচ্চারিত হলে
ধা
ধি
ধী
ধু
ধূ
ধৃ
ধে
ধৈ
ধো
ধৌ

ধ দিয়ে যুক্তবর্ণ

শব্দ যুক্তবর্ণ উদাহরণ
ধ + ব ধ্ব ধ্বংস
ধ + য ধ্য বাধ্য
ধ + র ধ্র ধ্রুবক
ধ + র + উ ধ্রু ধ্রুব

ধ দিয়ে শব্দ গঠন

বাংলা অভিধানে ধ দিয়ে অনেক শব্দ রয়েছে। এখানে ধ দিয়ে কয়েকটি শব্দ গঠণ করা হলো এবং সেগুলো দিয়ে বাক্য গঠণ করে দেখানো হলঃ

শব্দ গঠন বাক্য রচনা
ধান বাংলাদেশের অর্থনীতিতে ধানের অবদান অনেক।
বাধ্য সে কাজটি বাধ্য করল।
ধন-সম্পত্তি ইফাদের অনেক ধন-সম্পত্তি আছে।
ধ্বংস পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে।
ধন্যবাদ ধন্যবাদ, আবার আসবেন।
ধ্বনি ধ্বনিই ভাষার মূল উপাদান।
বিধবা রজি অল্প বয়সে বিধবা হয়েছে।
বিবিধ সে বিবিধ বিষয় নিয়ে গবেষণা করছে।
আধুনিক আধুনিক বিশ্বে সবাই মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট।
ধন্য ধন ধান্যে পুষ্প ভরা, আমাদের এ বসুন্ধরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *