Blog

সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

1 min read

সার্চ ইঞ্জিন শব্দটার সাথে এখন কে না পরিচিত! এমন এক সময় ছিল যখন আমরা কোনো কিছু জানার জন্য আমাদের পাশে থাকা বিভিন্ন লোকদের কাছে জানতাম। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে আমাদের কোন কিছু জানার থাকলে আমরা আর কাউকে জিজ্ঞেস করি না। সোজা মোবাইলে সার্চ ইঞ্জিনে সার্চ করে উত্তর পেয়ে যায়। শুধু প্রশ্ন না যেকোনো জিনিসই ইন্টারনেটে সার্চ করে উত্তর পাওয়া যায়। তাই আমরা আজ সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।

তাই কোন কিছু খুঁজে পেতে এর ভূমিকা অপরিসীম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে বেছে নেই। কারণ এটি এটি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। এছাড়াও আরও অনেক Search Engine রয়েছে। কিন্তু অনেকে জানে না Search Engine কি? চলুন তাহলে এ সম্পর্কে জেনে নেই।

সার্চ ইঞ্জিন কি?

সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেটা প্রদান করে। এটিকে আপনি মাকড়সার সাথে তুলনা করতে পারেন। যা পুরো নেট দুনিয়ায় জালের মত ছড়িয়ে থাকে নিজের তথ্য সংগ্রহ করার জন্য।

আপনি যখন ইন্টারনেটে কোন তথ্য সার্চ করেন তখন Search Engine নিজের কাছে জমিয়ে রাখা কোটি কোটি ওয়েবপেইজ থেকে বাছাই করে আপনার তথ্যটি খুঁজে দেয়। যেমন ধরুন, আপনার মনে আসল,

মার্কেটিং কি? মার্কেটিং কীভাবে করব? এটি জানার জন্য আপনি গুগলে সার্চ করলেন।সার্চ করার সাথে সাথে যেসব ওয়েবসাইটে আপনার প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো তার সার্চ রেজাল্ট পেইজে দেখাবে।

তারপর আপনি সার্চ রেজাল্ট পেইজ থেকে যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনার উত্তর জানতে পারবেন। আপনার সার্চ করা প্রশ্নটিকে ইন্টারনেটে বলা হয় কিওয়ার্ড।

আর সার্চ ইঞ্জিনগুলোর কিছু Algorithm রয়েছে যেগুলোর মাধ্যমে সে বুঝতে পারে কোন কিওয়ার্ডের ক্ষেত্রে কোন তথ্যটি সেরা।

সার্চ ইঞ্জিনের কাজ কি?

এর কাজ হল ইউজার দ্বারা শব্দ, বাক্য, প্রশ্ন ইত্যাদির সঠিক উত্তর ও তথ্য খুঁজে বের করা। খুঁজে বের করা তথ্য হিসেবে বিভিন্ন ওয়েবসাইটের তালিকা নিজের Search Engine রেজাল্ট পেইজ এর মধ্যে দেখানো। এটিই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ।

সার্চ ইঞ্জিনের প্রকারভেদ?

কার্যপ্রণালী ও অ্যালগরিদমের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিনকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • প্রাইমারি সার্চ ইঞ্জিন ( গুগল, বিং,ইয়াহু ইত্যাদি)
  • সেকেন্ডারি সার্চ ইঞ্জিন (এমএসএন, স্ন্যাপ,হটবট ইত্যাদি)
  • টার্গেটেড সার্চ ইঞ্জিন (এওএল সার্চ, লাইকস, আল্টা বিস্তা ইত্যাদি)

তবে সার্চ ইঞ্জিন মূলত ৪ ধরণের। যথাঃ

  • Crawler Search Engine
  • Web Directories
  • Hybrid Search Engine
  • Meta Search Engine

ইঞ্জিন কিভাবে কাজ করে?

আমরা যখন কোন কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন সার্চ করা কিওয়ার্ডটি কোন ওয়েবসাইটের টাইটেল, ডিসক্রিপশন, কন্টেন্ট ইত্যাদির সাথে ম্যাচ করবে, তখন সেই ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়। সার্চ করা কি ওয়ার্ড এর সাথে ওয়েবসাইটের কন্টেন্টের মিল থাকলেই ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেইজে দেখানো হয়।

তাছাড়া ওয়েব সার্চ ইঞ্জিন একটি স্পাইডার বা ওয়েব স্কলার পাঠিয়ে সমস্ত লাইভ ওয়েবসাইট থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে।কোন ওয়েবসাইটে যখন নতুন তথ্য অ্যাড করা হয় পুরনো তথ্য আপডেট করা হয় তখন ওয়েব স্কলার বা Search Engine বট সেখানে হাজির হলে তথ্যগুলো সংগ্রহ করে নেয়।

দীর্ঘদিন ধরে যদি কোন ওয়েবসাইটে পোস্ট করা না হয় বা পুরনো তথ্য আপডেট করা না হয় তব Search Engine সেখানে ভিজিট করা বন্ধ করে দেয় না, নিয়মিতই ভিজিট করে। এভাবে মিনিটে মিনিটে লাখ লাখ ওয়েবসাইট ভিজিট করে সার্চ ইঞ্জিন বটগুলো ওয়েবসাইটে থাকা সব তথ্য সংগ্রহ করে।

সার্চ ইঞ্জিনের আরেকটি সহকারী প্রোগ্রাম হল ইনডেক্সার। এর কাজ হল তথ্যগুলো পড়ে নিয়ে স্তরে স্তরে জমা রাখা। আবার কোন লেখা ডুপ্লিকেট হলে বা মানসম্মত না হলে বা ব্রোকেন ইউআরএল হলে ইন্ডেক্সার Search Engine থেকে সেসব তথ্য মুছে ফেলে।

তাছাড়া তথ্য মুছে ফেলার আরেকটি প্রোগ্রাম রয়েছে। সেটি হলো প্রোপার্টি অ্যালগরিদম। এটি ডুপ্লিকেট তথ্য মুছে দেয় এবং প্রয়োজনীয় তথ্যগুলো আলাদা করে। সার্চ ইঞ্জিনের সার্চ করার পর এর সাহায্যেই আমরা সঠিক ও উপযুক্ত উত্তর পেয়ে থাকি।

জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন

জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন হলো –

  • Google
  • Bing
  • Yahoo
  • Baidu
  • Ask.com
  • AOL
  • Excite
  • DuckDuckGo
  • Yandex
  • AltaVista
  • WebCrawler
  • Dogpile ইত্যাদি।
5/5 - (10 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x