OMR (ওএমআর) ও OCR (ওসিআর) কি? OCR ও OMR এর মধ্যে পার্থক্য কি?

ওএমআর কি? (What is OMR in Bengali?)

OMR (Optical Mark Reader) হলো একটি যন্ত্র, যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। পেন্সিলের দাগের সীসার উপাদান গ্রাফাইটের বৈদ্যুতিক পরিবাহিতা নির্ণয় করে বোঝা যায়। কালির দাগ বোঝা যায় কালির দাগের ওপর আলোর প্রতিফলন বিচার করে। বর্তমানে বিভিন্ন পরীক্ষার নৈর্ব্যক্তিক উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি ইত্যাদি ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহৃত হয়।

সুবিধা :
১. উত্তরপত্র বা কোন ডকুমেন্ট পরীক্ষা করলে ভুল বা পক্ষপাতিত্বের আশঙ্কা থাকে না।
২. দ্রুতগতিতে পরীক্ষা করা যায়।
৩. হাতের লেখা নয় বলে কম্পিউটার দ্বারা পড়তে অসুবিধা হয় না।

অসুবিধা :
১. পেন্সিলের গ্রাফাইটের উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
২. কালির উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
৩. দামি কাগজের প্রয়োজন হয়।

ওসিআর কি? (What is OCR in Bengali?)

OCR (Optical Character Reader) হলো এমন এক ধরনের যন্ত্র, যা শুধু দাগই বোঝে না, বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে। OCR কোন বর্ণ পড়ার সময় সেই বর্ণের গঠন অনুযায়ী কতকগুলো বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে। OCR-এর আগে থেকেই প্রতিটি বর্ণের বৈদ্যুতিক সংকেত কম্পিউটারে জমা রাখা থাকে। এর সাথে মিলিত কোন বর্ণ পড়া হচ্ছে, OCR তা বুঝতে ও কম্পিউটারে জমা রাখতে পারে। চিঠির পিন কোড, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম নোটিশ ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

সুবিধা :
১. কম্পিউটারে তথ্য দেয়ার জন্য মানুষকে একই কাজ বারবার করতে হয় না।
২. সময় খুবই কম লাগে।
৩. ডাটার সূক্ষ্মতা বিচারে সাহায্য করে।
৪. ডাটা খুব তাড়াতাড়ি প্রসেস করা যায়।

অসুবিধা :
১. লেখা আঁকাবাঁকা বা ঝাপসা হলে ভুল ফলাফল প্রদান করতে পারে।
২. পেন্সিলের গ্রাফাইটের উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।
৩. কালির উপাদানগত সমস্যা থাকলে পড়তে পারে না।

OCR ও OMR এর মধ্যে পার্থক্য কি?

OCR ও OMR এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :

  • OCR = Optical Character Reader এবং OMR = Optical Mark Reader.
  • OCR কোন বর্ণ পড়ার সময় সেই বর্ণের গঠন অনুযায়ী কতগুলো বৈদ্যুতিক সংকেত সৃষ্টি করে। অন্যদিকে, OMR এ কালির দাগের আলোর প্রতিফলন বিচার করা হয়।
  • OCR বিভিন্ন ধননের চিহ্ন বা বর্ণ পড়া সম্ভব হলেও OMR এ শুধু পেন্সিল বা কালির দাগ পড়া যায়।
  • চিঠির পিন কোড, ইলেক্ট্রিক বিল, বাজার সমীক্ষা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় OCR। অপরপক্ষে, আদমশুমারি, জনমত জরিপ ও পরীক্ষার উত্তর প্রণয়নে OMR ব্যবহার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *