পরিবেশ দূষণ (Environmental Pollution) কাকে বলে? পরিবেশ দূষণের উৎস, কারণ ও প্রভাব।

পরিবেশ দূষণ কাকে বলে? (What is called Environmental Pollution in Bengali/Bangla?)

আমাদের চারপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি। যার ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন যখন আমাদের জন্য ক্ষতির কারণ হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ।

পরিবেশ দূষণের উৎস ও কারণ (Sources and Causes of environmental pollution)

পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন— তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশির ভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে।

পরিবেশ দূষণের প্রভাব (Effects of Environmental Pollution)

দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যেমন— ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে। খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।

অনুশীলনী
১। পরিবেশ দূষণ বলতে কী বোঝ? (What is meant by environmental pollution?)
উত্তর : আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি। এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলা হয়।

২। বর্তমানে পৃথিবীর বড় সমস্যা কী?
উত্তর : বর্তমানে পৃথিবীর বড় সমস্যা হলো পরিবেশ দূষণ।

৩। পরিবেশ দূষণের প্রধান কারণ কি? (What is the main cause of environmental pollution?)
উত্তর : শিল্পায়ন।

৪। পরিবেশের দূষণগুলো কী কী?
উত্তর : পরিবেশের দূষণগুলো হলো– (i) বায়ু দূষণ, (ii) পানি দূষণ, (iii) মাটি দূষণ ও (iv) শব্দ দূষণ।

৫। পরিবেশ দূষণের উৎসসমূহ কী? (What is the sources of environmental pollution?)
উত্তর : পরিবেশ দূষণের প্রধান উৎস হলো- জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এছাড়া ময়লা আবর্জনা, পয়ঃবর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক, উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশ দূষণের উৎস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *