যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, তাদের ক্রমিক সংখ্যা বলে। যেমনঃ- ১, ২, ৩, ৪, ৫…… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ১, ৩, ৫, ৭,……. এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং ২, ৪, ৬, ৮, ১০……এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা ইত্যাদি।
গণিত (Mathematics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। বিজোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সব স্বাভাবিক সংখ্যাকে ২ দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন ১, ৩, ৫ ইত্যাদি।
প্রশ্ন-২। ঋণাত্মক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য অপেক্ষা ছোটো সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -১, -২, -৩ ইত্যাদি।
প্রশ্ন-৩। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলিকে ধনাত্মক সংখ্যা বলে। যেমন- ১, ২, ১০০ ইত্যাদি।
প্রশ্ন-৪। সদৃশকোণী বহুভুজ কাকে বলে?
উত্তরঃ সমান সংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুভুজের একটির কোণগুলো যদি ধারাবাহিকভাবে অপরটির কোণগুলোর সমান হয়, তবে বহুভুজ দুইটিকে সদৃশকোণী (equiangular) বলে।
প্রশ্ন-৫। সমবৃত্তভূমিক বেলনের সমগ্রতলকে কি বলে?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের সমগ্রতলকে পৃষ্ঠতল বলে।
প্রশ্ন-৬। সমবৃত্তভূমিক বেলনের বক্রতলকে কি বলা হয়?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের বক্রতলকে বক্রপৃষ্ঠ বলা হয়।
প্রশ্ন-৭। সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে কি বলে?
উত্তরঃ সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল বলে।
প্রশ্ন-৮। একটি চতুর্ভুজ আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন?
উত্তরঃ একটি চর্তুভূজ আঁকতে ৫টি উপাত্তের প্রয়োজন।
প্রশ্ন-৯। একটি মাত্র বাহু থাকলে কোনটি আঁকা যায়?
উত্তরঃ একটি মাত্র বাহু থাকলে বর্গক্ষেত্র আঁকা যায়।
প্রশ্ন-১০। বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
উত্তরঃ বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায়।