মুকুলোদগম কাকে বলে?
যে প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে মাতৃদেহ হতে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরবর্তীকালে মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে তাকে মুকুলোদম বলে। যেমনঃ Hydra vulgaris (হাইড্রা)।
যে প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে মাতৃদেহ হতে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরবর্তীকালে মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে তাকে মুকুলোদম বলে। যেমনঃ Hydra vulgaris (হাইড্রা)।
আচরণ কাকে বলে? উত্তরঃ পারিপার্শ্বিক উদ্দীপকের প্রতি প্রাণী যে প্রতিক্রিয়া দেখায় তাকে আচরণ বলে। যেমন- ছুটাছুটি, ধ্বনি সৃষ্টি করা, ভয় দেখানো, পালিয়ে যাওয়া ইত্যাদি। ট্যাক্সিস কী? উত্তরঃ দিকমুখি উদ্দীপনা বা উদ্দীপনার তীব্রতার প্রতি একটি জীবের সাড়া দেওয়াই হলো ট্যাক্সিস। এটি অন্যতম সহজাত আচরণ এবং অভিযোজনযোগ্য। রিলিজার কাকে বলে? উত্তরঃ কোনো প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের…
প্রশ্ন-১। জৈব রসায়ন কাকে বলে? (What is called Organic chemistry?) উত্তরঃ রসায়ন বিজ্ঞানের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতকসমূহের রসায়ন অর্থাৎ গঠন, প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ প্রভৃতি বিষয় নিয়ে আলােচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। প্রশ্ন-২। অ্যালকিন কাকে বলে? (What is called Alkene?) উত্তরঃ কার্বন-কার্বন দ্বিবন্ধনীযুক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনসমূহকে অ্যালকিন বলে। প্রশ্ন-৩। অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে? উত্তরঃ যে সকল জৈব…
নিম্নে এগুলোর বর্ণনা দেওয়া হলো- কোষঝিল্লি : সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলে। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম : প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। সাইটোপ্লাজমে প্লাস্টিড,…
শারীরিক শিক্ষার উদ্দেশ্য কি? উত্তরঃ ব্যক্তিত্ব অর্জন। “শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা”– কথাটি কে বলেছেন? উত্তরঃ ডি.কে. ম্যাথিউস। শিক্ষার্থীরা কার তত্ত্বাবধানে ধীরে ধীরে মানবিক গুণাবলি অর্জন করতে সমর্থ হয়? উত্তরঃ শিক্ষকের। নৈতিক চরিত্র গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি? উত্তরঃ বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ কী? উত্তরঃ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো শিশু শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ সাধন। হফ স্মিথ ও…
যে ডায়োডে আলোকরশ্মি পতিত হলে এর রেজিস্ট্যান্স কমে যায় এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাকে ফটো ডায়োড (Photodiode) বলে। ফটো ডায়োডের বৈশিষ্ট্য (i) এটি আলোর উপর ভিত্তি করে কাজ করে। (ii) আলো বেশি হলে রেজিস্ট্যান্স কমে, ফলে কারেন্ট বেশি প্রবাহিত হয়। (iii) আলো কম হলে রেজিস্ট্যান্স বাড়ে, ফলে কারেন্ট কম প্রবাহিত হয়। ফটো ডায়োডের (ক)…
প্রশ্ন-১। পড়ন্ত বস্তুর সূত্র কয়টি? উত্তরঃ পড়ন্ত বস্তুর সূত্র তিনটি। প্রশ্ন-২। বেগের পরিবর্তন না হলে ত্বরণ কিরূপ হয়? উত্তরঃ শূন্য। প্রশ্ন-৩। ত্বরণের দিক কোন দিকে? উত্তরঃ বেগ পরিবর্তনের দিকে। প্রশ্ন-৪। গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ? উত্তরঃ অসম বেগ। প্রশ্ন-৫। 45° অক্ষাংশে সমুদ্রে সমতলে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তরঃ 9.80665 ms-2 প্রশ্ন-৬। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? উত্তরঃ শূন্য। প্রশ্ন-৭। একটি বাক্সকে ধাক্কা দিলে বাক্সটি…