কর অবকাশ কাকে বলে?

কর অবকাশ হলো কর মওকুফ করা। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পের উন্নয়নের জন্য অথবা কোনো এলাকার শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য এ শিল্পের বা ঐ এলাকায় স্থাপিত শিল্পে অর্জিত মুনাফার ওপর সম্পূর্ণ বা নির্দিষ্ট হারে নির্দিষ্ট মেয়াদের জন্য কর মওকুফ করে। কর মওকুফ করে দেওয়ার এ ব্যবস্থাকেই কর অবকাশ বলে। কর অবকাশের ফলে শিল্পের সম্প্রসারণ ঘটে।

কর-অবকাশ (Tax-holiday):
কর-অবকাশ হচ্ছে অস্থায়ী কর হ্রাস বা বর্জন ব্যবস্থা। কর-অবকাশ বলতে নির্দিষ্ট সময়ের জন্য আয়কর প্রদান হতে অব্যাহতি বুঝায়। দেশকে শিল্পে সমৃদ্ধ করার লক্ষ্যে এবং শিল্পপতিদের শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও সম্প্রসারণে আগ্রহ সৃষ্টি করাই এই কর অব্যাহতির প্রধান উদ্দেশ্য।

এদেশে সর্বপ্রথম কর-অবকাশ ব্যবস্থার প্রচলন করা হয় ১৯৫৯ সালে। বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৪ সালে নতুনভাবে এই প্রথার প্রবর্তন করা হয়। নতুন শিল্প প্রতিষ্ঠানকে ৫ বছরের জন্য কর অবকাশ দেয়া হয়। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৫ ও ৪৬ ধারায় এ সম্পর্কে বিধান রয়েছে।

কোন কোন খাতে কর অবকাশ প্রযোজ্য?

Industrial Undertaking Eligible for Tax holiday :

  • active pharmaceuticals ingredient industry and radio pharmaceuticals industry;
  • barrier contraceptive and rubber latex;
  • basic chemicals or dyes and chemicals;
  • basic ingredients of electronic industry (e.g resistance, capacitor, transistor, integrator circuit);
  • bio-fertilizer; (will get tax holiday even it is set up in distict of Dhaka, Narayanganj, Gazipur, Chittagong, introduced in FA 2012)
  • biotechnology;
  • boilers;
  • brick made of made of automatic hybrid Hoffmann kiln technology;
  • compressors;
  • computer hardware;
  • energy efficient appliances;
  • insecticide or pesticide;
  • petro-chemicals;
  • pharmaceuticals;
  • processing of locally produced fruits and vegetables;
  • radio-active (diffusion) application industry (e.g. developing quality or decaying polymer or preservation of food or disinfecting medicinal equipment);
  • textile machinery;
  • tissue grafting; or
  • any other category of industrial undertaking as the Government may, by notification in the official Gazette, specify.

Physical Infrastructure Eligible for Tax holiday:

  • deep sea port;
  • elevated expressway;
  • export processing zone;
  • flyover;
  • gas pipe line,
  • Hi-tech park;
  • Information and Communication Technology (ICT) village or software technology zone;
  • Information Technology (IT) park;
  • large water treatment plant and supply through pipe line;
  • Liquefied Natural Gas (LNG) terminal and transmission line;
  • mono-rail;
  • rapid transit;
  • renewable energy (e.g energy saving bulb, solar energy plant, windmill);
  • sea or river port;
  • toll road or bridge;
  • underground rail;
  • waste treatment plant; or
  • any other category of physical infrastructure facility as the Government may, by notification in the official Gazette, specify.

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কর অবকাশ কাকে বলে?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts