Modal Ad Example
পড়াশোনা

বনভূমি কাকে বলে? বনভূমি কত প্রকার ও কি কি?

1 min read

যে কোন দেশের বনজ তথা গাছপালা সম্পদকে বনভূমি বলে।

বনভূমির প্রকারভেদ
বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। যথা :

১. চট্টগ্রামের বনাঞ্চল,
২. সিলেটের বন,
৩. সুন্দরবন ও
৪. ঢাকা-টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি।

এছাড়াও উদ্ভিদের বিভিন্নতা অনুসারে বনভূমিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :

১. ক্রান্তীয় চির হরিৎ বনভূমি এবং পত্র-পতনশীল বনভূমি।
২. ক্রান্তীয় পাতামরা বা পত্র-পতনশীল বনভূমি এবং
৩. স্রোতজ বা গরান বনভূমি।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বনভূমি কাকে বলে? বনভূমি কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (34 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x