ক্লিন মাস্টার (Clean Master) অ্যাপ
ক্লিন মাস্টার (Clean Master) হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি এন্টিভাইরাস অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে Junk File ও Cache Memory ক্লিন করা যাবে। পাশাপশি ফোনে থাকা এসএমএস, ওয়েব ব্রাউজিং, গুগল সার্চ ইত্যাদির হিস্টোরিও মুছে ফেলা যাবে।
অ্যাপটিতে একটি টাস্ক ম্যানেজার রয়েছে, যা স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দেবে। এতে ব্যাটারির কার্যক্ষমতা বাড়বে। এর আনইনস্টলার, ফাইল ব্যাকআপ ও রিস্টোর সুবিধা ব্যবহার করে ফোনের ইন্টারনাল মেমোরিতে থাকা অ্যাপ্লিকেশন এসডি কার্ডে স্থানান্তর করা যাবে।