বান্ডিল কার্ড কি? বান্ডিল কার্ড কেন করা হয়?
অনেকগুলি কাপড়কে একত্রে বেঁধে রাখলে তাহাকে বান্ডিল বলে এবং কাপড়গুলি কি ধরনের, সংখ্যা কত এবং সাইজ কত এই ধরনের নমুনা স্বরূপ কোন জিনিস লিখে ঐ বান্ডিলের সাথে বেধে রাখা হয় এবং ঐ নমুনা স্বরূপ কার্ডকে বান্ডিল কার্ড বলে।
সাইজ কিংবা কালার মিসটেক না হয় তাহার জন্য বান্ডিল কার্ড করা হয়। উদাহরণ স্বরূপ নিম্নে দেওয়া হলোঃ
কাটিং সেকশনে এই বান্ডিল কার্ড তৈরী করা হয়। বিভিন্ন কাপড়ের রোল খুলিয়া টেবিলে বিছানো বা Lay করা হয় এবং কোন রোলে কত লে হয় সেই লে অনুযায়ী বান্ডিল কার্ডে সংখ্যা হয়।
যদিও কাপড় একটি রং হয় তবুও দেখা যায় এক রোলের রং-এর সাথে অন্য রোলের রং-এর মিল নাই। তাই পোশাক তৈরী করার সময় এমন ভাবে করতে হবে যাতে ঐ একই রোল থেকে সমস্ত কাপড় নেওয়া হয়। যদি একটি অংশ ভুলক্রমে করা হয় তবে সেডিং হবে। যদি একটি পোশাক তৈরী করতে ৮টি অংশ লাগে তবে ৮টি অংশই একটি রোল থেকে নিতে হবে। যদি ১ নং রোল বাদ দিয়ে কোন একটি অংশ ২য় রোল থেকে আনিয়া পোশাক তৈরী করা হয় তবে সেডিং ও সাইজ মিসটেক হতে পারে। তাই সব সময় বান্ডিল কার্ড তৈরী করা এবং বান্ডিল দেখে কাজ করা উচিত।