Blog
1 min read

কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

Updated On :

কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটারের নিরাপত্তার জন্য আমরা প্রায় সবাই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। পাসওয়ার্ড ব্যবহারের ফলে প্রতিবারই কম্পিউটার চালু করার পর পাসওয়ার্ড দিতে হয়। একবার পাসওয়ার্ড সেট করে দিলে, পরে পাসওয়ার্ড ছাড়া কম্পিউটারে প্রবেশ করা সম্ভব হয় না।

পাসওয়ার্ড রিসেট

আপনি যদি উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, বা উইন্ডোজ 7 এর জন্য আপনার পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন, তবে এতে অতিরিক্ত চিন্তার কিছু নেই। আপনি এটি পরিবর্তন করতে বা পুনরায় সেট করতে পারবেন। ভুল সংশোধনের জন্য অনেকগুলো উপায় এবং কৌশল রয়েছে। আপনি সেগুলোর যেকোনটি ব্যবহার করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন।

আপনার কম্পিউটারটি জরুরিভাবে ব্যবহারের প্রয়োজন হলে কীভাবে আপনার লক করা কম্পিউটার অ্যাক্সেস করবেন? সে সম্পর্কে আজ আমরা তুলে ধরব।

পাসওয়ার্ড কিভাবে রিকভার করবেন?

কম্পিউটারে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম হল:

  • উইন্ডোজ 
  • ম্যাক ওএস(MAC OS)

সাধারণত অপারেটিং সিস্টেমের মাধ্যমে পাসওয়ার্ড দেওয়া হয়। তবে অনেকে বায়োসেও পাসওয়ার্ড দিয়ে রাখে, সেটা অন্য বিষয়। আজকে আমরা জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড রিকোভারের কৌশল নিয়ে আলোচনা করব।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম (Windows Os)

মাইক্রোসফট উইন্ডোজের প্রতিষ্ঠাতা টেক জায়ান্ট মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১৯৮৫ সাল থেকে তাদের সেবা যাচ্ছ। উইন্ডোজের সর্বপ্রথম ভার্সন হচ্ছে উইন্ডোজ ১.০। উইন্ডোজের সর্বশেষ সংরক্ষণ হচ্ছে উইন্ডোজ ১০।

এছাড়া Windows EP, Windows 7,Windows 8, Windows 8.1 এর অনেক ব্যবহারকারী রয়েছে। তাই সবার কথা চিন্তা করে, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব:

১. অনলাইনে মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন (Changing MS account password Online)

আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হন এবং আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তবে আপনি ভাগ্যবান। এক্ষেত্রে আপনি খুব সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

পদ্ধতি:

  • অন্য যেকোন কম্পিউটার, ট্যাব/ মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজারে যান।
  • এই লিঙ্কে প্রবেশ করুন।
  • কারণ সিলেক্ট করুন এবং “Next” এ ক্লিক করুন।
  •  আপনি যে ইমেল ঠিকানা, ফোন নম্বর বা স্কাইপি নাম ব্যবহার করেন তা টাইপ করুন  ও পাসওয়ার্ড দিন।
  •  “Next” এ ক্লিক করুন।
  • কোন ধরণের সিকিউরিটি প্রশ্ন বা মোবাইল Verification থাকলে তা করুন।
  • “Sign in”স্ক্রিনে আপনার অ্যাকাউন্টের নাম পাওয়া না গেলে তা টাইপ করুন।
  •  আপনার কম্পিউটারে  যদি অধিক অ্যাকাউন্ট থাকে,তবে রিসেট করার জন্য যে কোন একটি সিলেক্ট করুন।
  • পাসওয়ার্ড টেক্সট বক্সের নিচে “Forgot My Password” সিলেক্ট করুন।
  • নির্দেশ অনুযায়ী কাজ করে “Next” এ ক্লিক করুন।
  • “Verify your identity” তে আপনার ফোন নাম্বার দিন।
  • আপনি যে নাম্বার দিয়েছেন তাতে সিকিউরিটি কোড আসবে। কোড আসলে তা বক্সে টাইপ করুন এবং “Next” এ ক্লিক করুন।
  • “Reset”এ ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড টাইপ করুন।

ব্যাস হয়ে গেল, এইবার আপনি এই পাসওয়ার্ড দিয়ে আপনার পিসিতে লগ ইন করুন।

২.অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়ে (Using Administrator Account)  

উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর(Administrator) নামে একটি গোপন অ্যাকাউন্ট থাকে। বেশিরভাগ সময়, এই অ্যাকাউন্টে কোন পাসওয়ার্ড সেট থাকে না। এর অর্থ এই যে, পাসওয়ার্ড ছাড়া আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারবেন। পরবর্তীতে কন্ট্রোল প্যানেল থেকে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

পদ্ধতি:

  • আপনার কম্পিউটারটি বুট(Boot) করুন এবং ততক্ষণে F8 কী তে বারবার চাপুন যতক্ষণ না আপনার কম্পিউটারে বুট (Boot) মেনু প্রদর্শন করে।
  • কি-বোর্ড থেকে অ্যারোর সাহায্যে “Safe Mode” সিলেক্ট করুন এবং Enter চাপুন।
  • আপনার পিসির হোম স্ক্রিনে পাওয়া “Administrator”এ ক্লিক করুন। আপনার কোন হোম স্ক্রিন না থাকলে “Administrator” টাইপ করুন এবং পাসওয়ার্ডের ঘরটি খালি রাখুন।

আপনি যেমন পাসওয়ার্ড পরিবর্তন করেছেন  তাই আপনি লগ ইন করতে না পারলে, ভুলে যাওয়া পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে দয়া করে নিচের পদ্ধতি দেখুন।

কম্পিউটারের নীচে বাম কোণে “Start” মেনুতে ক্লিক করার পর কন্ট্রোল প্যানেলে যান, তারপরে “User Accounts” এ আপনি যেকোন ব্যবহারকারীর পাসওয়ার্ড সহজেই পরিবর্তন করতে পারবেন।

৩. সফটওয়্যার ব্যবহার

পাসওয়ার্ড রিসেট সফটওয়্যার ব্যবহার করে আপনি খুব সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। কয়েকটি জনপ্রিয় এবং ফ্রি সফটওয়ারের নাম হলো:

  • OPHCRACK
  • RAINBOWCRACK
  • NTPASSWD
  • OPENWALL

“Ophcrack”  সফটওয়্যার এর মাধ্যমে পাসওয়ার্ড কীভাবে পুনরুদ্ধার করা যায় নিচে আমরা সে সম্পর্কে আলোচনা করব।

“Ophcrack”একটি উইন্ডোজ পাসওয়ার্ড ক্র্যাকার যা রেনবো টেবিল ব্যবহার করে টাইম-মেমরি ট্রেড-অফের ভিত্তিতে তৈরি। এটি আরও ভাল পারফরম্যান্স সহ হেলম্যানের (Hellman’s) আসল বাণিজ্য বন্ধের একটি নতুন রূপ। এটি সেকেন্ডে 99.9% বর্ণানুক্রমিক পাসওয়ার্ড পুনরুদ্ধার করে।

  1. “Ophcrack” সফটওয়্যার ডাউনলোড করুন।
  2. ডিস্ককে “Burn” করুন। এখন ডিস্ক থেকে এটা গ্রাফিকাল মোডে “Run” করুন।
  3. পাসওয়ার্ডটি যদি 5678 এমন হয় তবে “Crack passwords” পদ্ধতি ব্যবহার করুন।
  4. যদি আপনার কাছে কঠিন মনে হয় তবে “Deep Search Method” ব্যবহার করুন।

ম্যাক অপারেটিং সিস্টেম (MAC OS)

ম্যাক ওএস (MAC OS) এর পূর্ণ রূপ হলো Macintosh Operating System. MAC OS অ্যাপল ইনক(Apple inc.) ডিজাইন করা একটি অপারেটিং সিস্টেম (OS) যা অ্যাপল ম্যাকিন্টোসটিতে ইনস্টল করা ও পরিচালিত হতে পারে।

১. Apple ID ব্যবহার করে

অনলাইনে ম্যাকের( MAC) পাসওয়ার্ড পরিবর্তন  করতে নিচের পদ্ধতি ব্যবহার করুন:

পদ্ধতিঃ

  • কমপক্ষে ৩ বার লগ ইন করার চেষ্টা করুন। প্রতিবারই ব্যর্থ হলে একটি মেসেজ দেখতে পাবেন যেখানে আপনাকে Apple ID ব্যবহার করে পাসওয়ার্ডটি পুনরায় সেট করতে বলবে। এমন মেসেজ না দেখালে এই পদ্ধতিটি আপনার জন্য উপযোগী নয়।
  • আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে “Apple ID” তে লগ ইন করুন।
  • আপনার Apple ID এর উপর আস্থা রাখুন। আপনার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনাকে two-factor authentication বা কিছু সিকিউরিটি কোশ্চেন করতে পারে।
  • নতুন পাসওয়ার্ড প্রবেশ করান এবং আপনার পিসি (PC)রিস্টার্ট (Restart) দিন।

২. রিকোভারি মোড (Recovery Mode)

আপনি যদি আপনার ম্যাকটি পুনরায় চালু করার পরে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না পারেন তবে এই অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করুন :

আপনার ম্যাকটিতে যদি “FileVault” সক্ষম থাকে আর আপনি যদি  এটি বন্ধ করার পাসওয়ার্ড না জানেন তাহলে আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন না।

  •  আপনার পিসি (PC) Restart দিন।
  • Command+R প্রেস করে Recovery মেনু ওপেন করুন।
  • এবার Left অ্যারোতে ক্লিক করার পর “Utilities” এ ক্লিক করুন।
  • আপনার পিসির (PC)উপরের অংশে এই মেনু অপশনটি দেখতে পাবেন।
  • “Terminal” ক্লিক করুন। ক্লিক করার পর এর ভিতরে আপনি Command  টাইপ করতে পারবেন।
  • পাসওয়ার্ড রিসেট Command “Reset Password” টাইপ করুন।
  • আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য আপনার অ্যাকাউন্টের নামটিতে ক্লিক করুন। তারপরে “Next” এ ক্লিক করুন।
  • “New password”এবং”Verify password” অপশনটিতে আপনার ইচ্ছে অনুযায়ী নতুন পাসওয়ার্ড টাইপ করে  “Next” এ ক্লিক করু।
  • আপনার পিসি (PC) রিস্টার্ট  একরুন।

আপনার পিসি ওপেন হলে ম্যাক (MAC) শুরু করুন।এবার আপনি নতুন পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন।

নিরাপত্তার জন্য আমরা অনেকেই কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে বা হারিয়ে গেলে অনেকে সরাসরি সেট আপ বা নতুন করে উইন্ডোজ ইনস্টল দিয়ে থাকে।

এটা বেশ কঠিন ও ঝামেলার এতে করে সি ড্রাইভের অনেক গুরুত্বপূর্ণ ফাইল হারাতে হয়। তাই নতুন করে উইন্ডোজ ইনস্টল বা সেট আপ দেয়ার আগে উপরের পদ্ধতিগুলো  ব্যবহার করে দেখতে পারেন।

Rate this post