বাল্যবিবাহ কাকে বলে? বাল্যবিবাহের কারণ কি?

যে বিয়েতে বর ও কনে উভয়ই শিশু বা বর ও কনের মধ্যে যেকোনো একজন শিশু, এ ধরনের বিয়েকে বাল্যবিবাহ (Early marriage) বলে।

বাল্যবিবাহের কারণ

বাংলাদেশে বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। দরিদ্র পিতা তার কন্যাসন্তানের জীবনযাপনের ব্যয়ভার বহন করতে না পেরে মেয়েকে শ্বশুরবাড়িতে পার করে। শুধু দারিদ্র্যের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তার অভাবে বাল্যবিবাহের প্রবণতা দেখা যায়। বিশেষ করে সুন্দরী মেয়ে হলে চারিদিকে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়েও মেয়েকে বিয়ে দেবার প্রবণতা লক্ষ করা যায়। বাল্যবিবাহের পেছনে বাবা-মা কিংবা দাদি-নানির শখও অন্যতম কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *