এ্যাসোর্ট (Assort ) অর্থ কি? এ্যাসোর্ট কত প্রকার ও কি কি?
এ্যাসোর্ট (Assort) অর্থ কোন জিনিসকে বিভিন্ন ভাগে সাজানো। ঐ জিনিসকে যে ব্যক্তি সাজায় তাকে এ্যাসোর্ট ম্যান বলে। এ্যাসোর্টকে চার ভাগে ভাগ করা যায়।
(১) সলিড সাইজ সলিড কালার : একটি কার্টুনে এক সাইজের পোশাক একটি রংয়ের পোশাক দ্বারা কার্টুন করাকে সলিড সাইজ সলিড কালার বলে। অর্থাৎ, একই সাইজ একই রং। যেমন:- সাইজ M কালার M.
(২) সলিড সাইজ এ্যাসোর্ট কালার : একটি কার্টুনে সাইজ একটি থাকবে কিন্তু কালার বা রং বিভিন্ন থাকবে। অর্থাৎ, একই সাইজ বিভিন্ন রং। যেমনঃ- সাইজ M, রং White, Black, Red.
(৩) এ্যাসোর্ট সাইজ সলিড কালার : বিভিন্ন রকম সাইজ এবং রং একটি থাকবে। যেমনঃ- সাইজ S, L, L রং Red.
(৪) এ্যাসোর্ট সাইজ এ্যাসোর্ট কালার : বিভিন্ন রকম সাইজ এবং বিভিন্ন রকম কালার বা রং থাকবে। অর্থাৎ বিভিন্ন সাইজ বিভিন্ন রং। যেমনঃ- S, L, M, XL এবং রং Red, Black, White.