কপার কনডেন্সার ব্যবহারের সুবিধাসমূহ কি কি?
কপার কনডেন্সার ব্যবহারের সুবিধাসমূহ হলোঃ
(১) কপার কনডেন্সার ব্যবহৃত রেফ্রিজারেটর স্থায়ী হয় ২০-৩০ বছর।
(২) কপার কনডেন্সার ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ কপারের তাপ পরিবহণ ক্ষমতা লােহার চেয়ে ৮ গুণ বেশি। এজন্য ফ্রিজ ঠান্ডা হয় দ্রুত।
(৩) কপার কনডেন্সার ব্যবহারে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হওয়ায় কম্প্রেসার চলে কম এবং স্থায়ী হয় অনেক বছর।
(৪) কপার কনডেন্সার লিকেজ হবার সম্ভাবনা নেই বললেই চলে।
(৫) কপার কনডেন্সারে মরিচা ধরে না, ফলে ক্ষয় হয় না।
(৬) কপার কনডেন্সারের ভিতরে মরিচা হয় না, ফলে ক্যাপিলারী টিউব ও ফিল্টার ডায়ার ব্লক হবার সম্ভাবনা নেই। তাই কম্প্রেসার দীর্ঘস্থায়ী হয় এবং রেফ্রিজারেটর চলে নিরবচ্ছিন্নভাবে।