উপরিতল শোধন কাকে বলে? কম্বিনেশন সেট দিয়ে কী কী কাজ করা যায়?
বিভিন্ন বস্তু কাস্টিং, মেশিনিং অথবা অন্যান্য উপায়ে তৈরি করা হয়। তৈরির পর দেখা যায় বস্তুর বিভিন্ন তলগুলো উঁচুনিচু থাকে। এ সমস্ত তলের মসৃণতা আনার জন্য অথবা বস্তুর ক্ষয়রোধ করার জন্য, বৈদ্যুতিক ইনসুলেশন, অত্যধিক তাপমাত্রায় রক্ষা করার জন্য এবং ব্যবহারকারীদের নিকট আকর্ষণীয় হওয়ার জন্য বস্তুর যে কোন একটি তল বা সবগুলো তল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শোধন (Treatment) করা হয়, তাকে উপরিতল শোধন (Surface treatment) বলে।
কম্বিনেশন সেট দিয়ে কী কী কাজ করা যায়?
কম্বিনেশন সেট অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র। এর চারটি অংশ আছে। যেমন- ব্লেড, স্কোয়ার হেড, সেন্টার হেড এবং প্রোট্রেক্টর। যে কোন স্থানের তল সমতল আছে কিনা, একটি পার্শ্ব অন্যটির সাথে 90° আছে কিনা, ছিদ্র বা খাঁজে গভীরতা এবং উচ্চতার মাপ, সমান্তরাল রেখা, একটি পার্শ্ব 45° আছে কিনা যাচাই করা, বা সূত্র রেখা টানা, বৃত্তাকারে তলের কেন্দ্র রেখা টানা, 1° সূক্ষ্মতায় যে কোন কোণ পরিমাপ করা কিংবা নিরীক্ষা করা যায়।