আফিম কী? ধূমপানের ক্ষতিকর দিকগুলো কি কি?
আফিম এক ধরনের মাদকদ্রব্য। আফিমে রয়েছে ১.৫ ভাগ মরফিন, ০.৫ ভাগ নারকোটিন, ০.১ ভাগ কোডেইন, ০.১ ভাগ পেপাভারেন, ০.৫ ভাগ থিবেইন।
ধূমপানের ক্ষতিকর দিকগুলো কি কি?
শুকনো তামাক পাতা ছোট ছোট করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি ও চুরুট বানানো হয়। এগুলোকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকে ধূমপান বলে। ধূমপানের কারণে মানুষের শরীরের যেসব ক্ষতিকারক অবস্থা ও রোগ দেখা দেয় সেগুলো নিচে তুলে ধরা হলো।
- যারা ধূমপান করে তারা দ্রুত রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
- ধূমপানীয় ব্যক্তি কোনো না কোনো রোগে ভোগে যেমন– ফুসফুস ক্যান্সার, ঠোঁট, মুখ, ল্যারিংক্স, গলা ও মুত্র থলিতে ক্যান্সার, ব্রংকাইটিস, পাকস্থলীতে ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ। ফুসফুসে ক্যান্সার দেখা দিলে রোগী প্রায় ৫ বছরের মধ্যে মৃত্যুবরণ করে।
- পরিসংখ্যানে দেখা গেছে যারা বেশি ধূমপান করে, তাদের আয়ু কমে যায় ও নানা রোগের শিকার হয়।
- যেসব লোক ধূমপান করে না অথচ যারা ধূমপান করে তাদের কাছাকাছি থাকলে ক্ষতি হয়ে থাকে।