ওয়াসা কি? উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ।

ওয়াসা (Wasa) এর পূর্ণরূপ হচ্ছে- Water and Swearage Authority. পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান কাজগুলো লিখ।

(১) নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের স্টাফ-অফিসার হিসেবে কাজ করা ও দায়িত্ব মাফিক চেয়ারম্যানকে সহায়তা করা;
(২) ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে ইউএনও ক্ষমতা প্রয়োগ এবং উপজেলা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে সাধারণ বিভিন্ন মামলা গ্রহণ, জামিনের শুনানি ইত্যাদি বিষয় ফয়সালার জন্য কোর্টে বসা;
(৩) মুন্সেফ ও ম্যাজিস্ট্রেট ব্যতীত উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তার গোপন বার্ষিক প্রতিবেদন প্রস্তুত;
(৪) প্রাকৃতিক দুর্যোগের পর জরুরি ত্রাণতৎপরতায় অংশগ্রহণ;
(৫) রাজস্ব ও বাজেট প্রশাসন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ;
(৬) উপজেলা প্রশাসন বিষয়ে সকল সরকারি নির্দেশাবলির অনুসরণ নিশ্চিতকরণ;
(৭) উপজেলা পর্যায়ে সকল প্রশিক্ষণ কর্মকান্ডের সমন্বয়;
(৮) তার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রহণ ও বণ্টন;
(৯) অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাদি তত্ত্বাবধান এবং
(১০) সরকার বা উপজেলা পরিষদ/চেয়ারম্যান কর্তৃক তার উপর ন্যস্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *