অপারেশন সার্চ লাইট বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে বাঙালীর তথা পৃথিবীর ইতিহাস একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়, যা কালরাত্রী নামে পরিচিত। সে সময়ে পাকিস্তান হানাদার বাহিনী পুর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান তাদের এ অভিযানের নাম দেয় ‘অপারেশন সার্চ লাইট’।
২৫ মার্চ এ অপারেশন শুরু হলেও মূলত মার্চের প্রথম থেকে এর প্রস্তুতি চলতে থাকে। ১৮ই মার্চ টিক্কা খান, ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন অপারেশন সার্চ লাইটের পরিচালনার নীলনকশা তৈরি করেন। ১৯ মার্চ থেকে পূর্ব বাংলার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ করা শুরু হয়, ২০ তারিখ সরকার অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়।
২৪ তারিখ পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র ও রসদ নিয়ে আসা হয়। ২৫ শে মার্চের রাত্রী ১১ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবারগ পুলিশ লাইনে আক্রমণের মধ্যে দিয়ে এ অমানুষিক গণহত্যা শুরু করে। এভাবে সারা পূর্ব পাকিস্তানে একযোগে চালানো হয় গণহত্যা। এই দিনটি বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার ২৫ শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করেছে।