C4 উদ্ভিদ কাকে বলে? C4 উদ্ভিদের উদাহরণ।

সবুজ উদ্ভিদে সংঘটিত সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে CO2 বিজারণের তিনটি গতিপথের একটি হলো হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। এ চক্রের প্রথম অস্থায়ী পদার্থ হলো ৪ কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড। যেসব উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথের মাধ্যমে CO2-এর বিজারণ সংঘটিত হয় সেসব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। যেমন : ভুট্টা, আখ, অন্যান্য ঘাসজাতীয় উদ্ভিদ।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top