মৃত্তিকার বুনট ও মৃত্তিকার বাতান্বয়ন কি?
মৃত্তিকার বুনট কি?
মৃত্তিকার বুনট হচ্ছে মৃত্তিকার একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতা। মৃত্তিকার বুনট মাটির একটি ভৌত ধর্ম। মৃত্তিকার বুনটের উপর মাটির অন্যান্য ভৌত ধর্ম অনেকাংশে নির্ভরশীল।
মৃত্তিকার বুনটের গুরুত্ব
মৃত্তিকার বুনটের গুরুত্ব নিচে বর্ণনা করা হলো :
- মৃত্তিকার বুনট উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে।
- মাটি ব্যবস্থাপনা ও মাটির শ্রেণিবিন্যাসে সহায়তা করে।
- মাটি ব্যবস্থাপনা ও মাটির শ্রেণিবিন্যাসে সহায়তা করে।
- মাটিতে পানি সেচের পরিমাণ নির্ধারণে সাহায্য করে।
- মাটির বুনটের সাহায্যে মাটির উর্বরতা, ক্ষারণ ক্ষমতা ও গ্রহণ ক্ষমতা সম্পর্কে জানা যায়।
- মাটির বুনট মাটিতে উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ জানতে সহায়তা করে।
- মাটির বুনটের সাহায্যে মাটির বাফার ক্ষমতা ও আয়ন বিনিময় সম্পর্কে ধারণা পাওয়া যায়।
মৃত্তিকার বাতান্বয়ন কি?
মৃত্তিকার বাতান্বয়ন হলো মাটি এবং বাইরের বায়ুমণ্ডলের মধ্যে বাতাসের বিনিময়। বাতাস মাটির রন্ধ্রে থাকে। মাটিতে যদি পানির পরিমাণ বেশি হয় তবে মৃত্তিকা বাতান্বয়ন উদ্ভিদের জন্য ক্ষতিকর হয়। কারণ মাটির রন্ধ্র পানি দ্বারা পূর্ণ থাকায় তাতে বাতাসের পরিমাণ কমে যায়। উত্তম বাতান্বিত মৃত্তিকা হচ্ছে সেই মৃত্তিকা যে মৃত্তিকায় বাতাসের উপাদান বায়ুমণ্ডলের বাতাসের উপাদানের প্রায় সদৃশ হয়।
মৃত্তিকার বাতান্বয়নের গুরুত্ব : মৃত্তিকার বাতান্বয়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মাটিতে বাতান্বয়ন প্রক্রিয়া ব্যাহত হলে মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এতে উদ্ভিদের ক্ষতি হয়। তাই মৃত্তিকায় সঠিক মাত্রায় বাতান্বয়ন প্রয়োজন। মাটির বাতান্বয়ন সঠিকমাত্রায় না হলে—
- উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয়।
- মাটি থেকে পানি শোষণ ক্ষমতা হ্রাস পায়।
- উদ্ভিদের খাদ্যগ্রহণ ক্ষমতা কমে যায়।
- মাটিতে নাইট্রিফিকেশন, সালফার জারণ প্রক্রিয়া হ্রাস পায়।