নাজাসাতে হাকিকি হচ্ছে ঐ সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক পরিচ্ছদ ও অন্যান্য ব্যবহারের জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়। যেমন : পেশাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। ইসলাম এসব দূরে থাকার নির্দেশ দিয়েছে।
ইখফা বলতে কী বোঝায়?
ইখফা হলো তাজবিদের একটি নিয়ম। ‘ইখফা’ অর্থ গোপন করে পড়া। নুন সাকিন ও তানবিনের পর ইখফার হরফ থেকে যেকোনো একটি হরফ এলে উক্ত নুন সাকিন বা তানবিনকে চন্দ্রবিন্দু উচ্চারণ করার মতো নাসিকা সংযোগে গোপন করে এক আলিফ সময় পরিমাণ দীর্ঘ করে পড়াকে ইখফা বলে।