কুরসি কি? সকল সৃষ্টি আল্লাহর কুদরতের মুখাপেক্ষী— ব্যাখ্যা করো।
আল্লাহর আরশ যেখানে অবস্থিত তার অতি নিকটেই সামনের দিকে একটি জায়গার নাম কুরসি। বাংলায় এর নাম চেয়ার বা কর্তৃত্ব বা ক্ষমতা। আরশের পর আল্লাহ কুরসি তৈরি করেছেন।
সকল সৃষ্টি আল্লাহর কুদরতের মুখাপেক্ষীঃ
আলোচ্য কথাটিতে মহান আল্লাহর প্রতি বান্দার নির্ভরতার বিষয়টি বোঝানো হয়েছে।
আল্লাহ তায়ালা হলেন খালিক বা সৃষ্টিকর্তা। তিনি ছাড়া এ বিশ্বজগতের সবকিছুই মাখলুক বা সৃষ্টি। এই সৃষ্টিজগতের সবাই আল্লাহর মুখাপেক্ষী। সব কিছুর জন্য তাদের আল্লাহর ওপরই নির্ভর করতে হয়। জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা সবকিছু মহান আল্লাহর দয়ায় সম্পন্ন হয়। তাঁর নিয়ামতের ফলেই সৃষ্টিকুলের অস্তিত্ব রক্ষা হয়। তাঁর কুদরত ছাড়া কোনো সৃষ্টি বিন্দুমাত্র নড়তেও সক্ষম নয়। অর্থাৎ সব সৃষ্টি আল্লাহ তায়ালার কুদরতের মুখাপেক্ষী।