ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? ইসলামের দিক। ইসলাম শিক্ষার গুরুত্ব
‘ইসলাম’ শব্দের আভিধানিক অর্থ- আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। এটি সিলমুন মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ শান্তি। আল্লাহর ওপর আন্তরিক বিশ্বাস স্থাপন করে তাঁর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। ইসলাম মানুষকে দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবনের পথে পরিচালিত করে। তাই এটিকে শান্তির ধর্ম বলা হয়।
ইসলাম কাকে বলে: আল্লাহ রাব্বুল আলমিনের মনোনীত একমাত্র দীন হলো ইসলাম। এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।
মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তজার্তিক জীবনের প্রয়োজনীয় সকল বিধানই রয়েছে ইসলামে । আর যিনি ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন, তিনি মুসলিম বা মুসলমান। চলুন ইসলাম সম্পর্কে ভালোভাবে জেনে নেই।
ইসলাম একটি আরবী শব্দ। শব্দটির অভিধানিক অর্থ অনুগত হওয়া, আনুগত্য করা, প্রকাশ্য আনুগত্য, আত্মসমর্পন করা, শান্তির পথে চলা ও মুসলমান হওয়া।
ইসলাম এর পারিভাষিক সঙ্গা –
ইমাম আবু হানীফা (রহ.) এর মতে, “আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশসমূহ মেনে চলাই হলো ইসলাম।”
রাসূল (সাঃ) বলেছেন, “ইসলাম হলো আল্লহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়া, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা পালন করা এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহ শরীফে হজ্জ আদায় করা।”
ইসলামের পারিভাষিক সংজ্ঞা হলো- আল্লাহর অনুগত হওয়া, আনুগত্য করা ও তার নিকট পূর্ণ আত্মসমর্পন করা। বিনা দ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন যাপন করার নামই হলো ইসলাম।
আহমাদুর রহমান বলেছেন, “Islam is a complete surrender to Allah will and guidance.”
ইসলামের ভিত্তি / রুকন
ইসলামের ভিত্তি বা রুকন ৫ টি। যথা,
- কালেমা / সাক্ষ্য দেওয়া
- নামাজ
- রোজা
- হজ্জ ও
- যাকাত
এ সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন, “ইসলামের ভিত্তি ৫ টি। ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোন মাবূদ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। ২. নামাজ প্রতিষ্ঠা করা, ৩. যাকাত প্রদান করা, ৪. হজ্জ করা এবং ৫. রমজান মাসে রোজা রাখা।”
ইসলামের দিক
ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম, দীন বা জীবনব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা— বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক। আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি বিশ্বাসগত তথা আকাইদের অন্তর্ভুক্ত। অন্যদিকে নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি ইসলামের প্রায়োগিক দিক। বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে।
ইসলাম শিক্ষার গুরুত্ব
ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয় । যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কী, কীভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়।
গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ি চালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়। আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা।
ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠাবসা কীভাবে করতে হবে তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন করতে পারি।
পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এককথায় ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের দিকনির্দেশনা অর্জন করতে পারি।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম কী
ক) ইসলাম খ) তাসাউফ
গ) মারেফত ঘ) শরিয়ত
সঠিক উত্তর : ক) ইসলাম
২। ব্যবহারিক অর্থে ইসলাম কী?
ক) অবিরাম শান্তির পথে চলা
খ) আনুগত্য ও আত্মসমর্পণ করা
গ) আল্লাহ ও রাসূল (স) এর আদেশ-নিষেধ মানা
ঘ) শরিয়তে বিশ্বাস ও কাজে পরিণত করা
সঠিক উত্তর : গ) আল্লাহ ও রাসূল (স) এর আদেশ-নিষেধ মানা
৩। ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে এসেছে?
ক) আমনুন খ) সিলমুন
গ) ইয়ুসলিমু ঘ) আহসান
সঠিক উত্তর : খ) সিলমুন
৪। ‘সিলমুন’ শব্দের অর্থ কী?
ক) আনুগত্য খ) শান্তি
গ) রহমত ঘ) বরকত
সঠিক উত্তর : খ) শান্তি
৫। কোনটির মাধ্যমে মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সম্পর্কে জানা যায়?
ক) আকাইদের খ) ইসলামের
গ) তাসাউফের ঘ) শরিয়তের
সঠিক উত্তর : খ) ইসলামের
৬। মহান আল্লাহর একমাত্র মনোনীত দীন কোনটি?
ক) ইসলাম খ) হিন্দু
গ) বৌদ্ধ ঘ) খ্রিস্ট
সঠিক উত্তর : ক) ইসলাম
৭। ইসলামের কয়টি দিক রয়েছে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
সঠিক উত্তর : ক) দুটি
৮। ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?
ক) ইমান খ) এহসান
গ) আকাইদ ঘ) তাওহীদ
সঠিক উত্তর : গ) আকাইদ
৯। শান্তির পথে চলা নিচের কোন শব্দের আভিধানিক অর্থ?
ক) ইমান খ) ইবাদাত
গ) ইসলাম ঘ) ইহসান
সঠিক উত্তর : গ) ইসলাম
১০। ইসলাম ধর্মের অনুসারীরা কার দেখানো পথে জীবন পরিচালনা করে?
ক) হযরত ঈসা (আ) এর
খ) হযরত মুহাম্মদ (স) এর
গ) হযরত মুসা (আ) এর
ঘ) হযরত নূহ (আ) এর
সঠিক উত্তর : খ) হযরত মুহাম্মদ (স) এর
১১। মহান আল্লাহ যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধি-বিধান প্রেরণ করেছেন কেন?
ক) নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য
খ) মানবজাতির হেদায়েতের জন্য
গ) নবী-রাসুলগণের পরীক্ষার জন্য
ঘ) মানবজাতির সমৃদ্ধির জন্য
সঠিক উত্তর : খ) মানবজাতির হেদায়েতের জন্য
১২। শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
ক) ইমান খ) ইসলাম
গ) ইহসান ঘ) তাওহিদ
সঠিক উত্তর : খ) ইসলাম
১৩। মানবজাতির জন্য সর্বোত্তম জীবনবিধান কোনটি?
ক) ইসলাম খ) মারেফত
গ) বৈরাগ্যবাদ ঘ) তাসাউফ
সঠিক উত্তর : ক) ইসলাম
১৪। ইসলাম কার প্রবর্তিত জীবনবিধান?
ক) মহান আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) হযরত মুহাম্মদ (আ)-এর
ঘ) হযরত ইব্রাহিম (আ)-এর
সঠিক উত্তর : ক) মহান আল্লাহর
১৫। কোনটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত?
ক) আকাইদ
খ) জান্নাত-জাহান্নাম
গ) ইসলাম
ঘ) পুলসিরাত
সঠিক উত্তর : গ) ইসলাম
১৬। ইসলামে মানবজীবনের সব সমস্যার সমাধান রয়েছে। এজন্য এটিকে কী বলা হয়?
ক) পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
খ) শান্তির ধর্ম
গ) ন্যায়দর্শন
ঘ) বৈজ্ঞানিক জ্ঞান
সঠিক উত্তর : ক) পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
১৭। ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম।’ এটি কার বাণী?
ক) মহান আল্লাহর
খ) মহানবি (স)-এর
গ) জিবরাইল (আ)-এর
ঘ) আদম (আ)-এর
সঠিক উত্তর : ক) মহান আল্লাহর
১৮। ‘এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম।’ আয়াতটি কোন সূরার?
ক) আল-বাকারা খ) আল-মায়িদা
গ) আলে-ইমরান ঘ) আল-আ’রাফ
সঠিক উত্তর : খ) আল-মায়িদা
১৯। দুনিয়া ও আখিরাতে কীভাবে শান্তিময় জীবন লাভ করা যায়?
ক) ইসলাম বিধি-বিধান মেনে চলে
খ) উচ্চ শিক্ষা অর্জন করে
গ) বেশি ধন-সম্পদ অর্জন করে
ঘ) দুনিয়ামুখী জীবনযাপন করে
সঠিক উত্তর : ক) ইসলাম বিধি-বিধান মেনে চলে
২০। ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?
ক) ইহকালীন ও পরকালীন শান্তির নির্দেশনা থাকায়
খ) ইহকালীন শান্তি ও সমৃদ্ধি বিদ্যমান থাকায়
গ) পরকালীন শান্তি ও মুক্তির উপায় নির্দেশ করায়
ঘ) ইহকালীন কর্তৃত্ব ও ক্ষমতা অর্জনের নির্দেশনা থাকায়
সঠিক উত্তর : ক) ইহকালীন ও পরকালীন শান্তির নির্দেশনা থাকায়
২১। ইসলাম ধর্মকে কারও নামে নামকরণ করা হয়নি কেন?
ক) সমৃদ্ধির ধর্ম বলে
খ) শান্তির ধর্ম বলে
গ) সর্বজনীন ধর্ম বলে
ঘ) সর্বশেষ ধর্ম বলে
সঠিক উত্তর : গ) সর্বজনীন ধর্ম বলে
২২। কোন উদ্দেশ্যে মুসলমানদের ধর্মের নাম ইসলাম করা হয়েছে?
ক) শান্তির পথে জীবন পরিচালনা
খ) অন্য ধর্মের ওপর শ্রেষ্ঠত্ব প্রমাণ
গ) মহান আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা
ঘ) মানবজাতিকে হেদায়েত প্রদান
সঠিক উত্তর : ক) শান্তির পথে জীবন পরিচালনা
২৩। ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়?
ক) ইসলামে প্রবেশ করা
খ) ইসলাম প্রচার করা
গ) ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা
ঘ) ইসলামে দৃঢ় থাকা
সঠিক উত্তর : গ) ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা
২৪। ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রধান মাধ্যম কী?
ক) ইসলাম শিক্ষা খ) বিজ্ঞান
গ) সংবিধান ঘ) কিয়াস
সঠিক উত্তর : ক) ইসলাম শিক্ষা
২৫। ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে নিচের কোন অভ্যাসটি পরিহার করা যায়?
ক) পরনিন্দা খ) অনমনীয়তা
গ) নমনীয়তা ঘ) কঠোরতা
সঠিক উত্তর : ক) পরনিন্দা
২৬। আমরা কোন শিক্ষার মাধ্যমে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি?
ক) ইসলাম শিক্ষা
খ) কারিগরি শিক্ষা
গ) বৈজ্ঞানিক শিক্ষা
ঘ) ব্যবহারিক শিক্ষা
সঠিক উত্তর : ক) ইসলাম শিক্ষা
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? ইসলামের দিক।” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।