ওয়েবসাইট কাকে বলে? গঠনের দিক থেকে ওয়েবসাইট কত প্রকার ও কি কি?

ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েবপেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে।

আদর্শ ওয়েবসাইটের গুণাবলি
ওয়েবসাইটের আচার-আচরণকে গুণাবলি বলা হয়। একটি আদর্শ ওয়েবসাইটের গুণাবলি হলো—
১. বিষয়বস্তু; ২. কার্যকারিতা; ৩. সহজবোধ্যতা; ৪. ওয়েবসাইট ব্যবহারযোগ্যতা; ৫. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন; ৬. প্রতিশ্রুতি; ৭. ইনফরমেশন আর্কিটেকচার; ৮. সফল নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।

গঠনের দিক থেকে ওয়েবসাইট কত প্রকার ও কি কি?
গঠনের দিক থেকে ওয়েবসাইট দুই প্রকার। যথা:

  1. স্ট্যাটিক ওয়েবসাইট (Static website)
  2. ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website)

১. স্ট্যাটিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট (Static website) বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়েই করা যায়।

২. ডাইনামিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website) বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষা এবং এর সাথে ডেটাবেজ (SQL/MYSQL) প্রয়োজন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *