নিচে কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো তুলে ধরা হলো–
- কম্পিউটারের প্রতিটি ফাইল, ফোল্ডার নিয়মিত স্ক্যান করতে হবে।
- এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে।
- অন্যের ডিস্ক কম্পিউটারে ব্যবহারের আগে এন্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে ভাইরাস মুক্ত করতে।
- নিয়মিত ফাইল ব্যাকআপ করতে হবে।
- পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
- গেম থেকে বিরত থাকতে হবে। কেননা ভাইরাসের বড় বাহক হলো বিভিন্ন ধরনের গেম।ইন্টারনেট এর ফাইল কিংবা ই-মেইল গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।
- Com ও Exe ফাইগুলোকে রিড অনলি (Read Only) করে রাখতে হবে।
- চোরাই সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।