কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো কী কী?

নিচে কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো তুলে ধরা হলো–

  1. কম্পিউটারের প্রতিটি ফাইল, ফোল্ডার নিয়মিত স্ক্যান করতে হবে।
  2. এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে।
  3. অন্যের ডিস্ক কম্পিউটারে ব্যবহারের আগে এন্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে ভাইরাস মুক্ত করতে।
  4. নিয়মিত ফাইল ব্যাকআপ করতে হবে।
  5. পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  6. গেম থেকে বিরত থাকতে হবে। কেননা ভাইরাসের বড় বাহক হলো বিভিন্ন ধরনের গেম।ইন্টারনেট এর ফাইল কিংবা ই-মেইল গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।
  7. Com ও Exe ফাইগুলোকে রিড অনলি (Read Only) করে রাখতে হবে।
  8. চোরাই সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *