ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি?
ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
ফাইল
- কম্পিউটারের সহায়ক মেমোরিতে নাম দিয়ে সেভ করা বিষয়/ডকুমেন্টকে ফাইল বলে।
- ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না।
- ফাইল হলো তথ্যের আধার।
- ফাইল দুই প্রকার হয়ে থাকে।
- কম্পিউটারে কোনো চিঠিপত্র, ডকুমেন্ট টাইপ করে সহায়ক মেমোরিতে ফাইল হিসেবে সংরক্ষণ করা হয়।
- ফাইলের Extension থাকে যা দেখে ফাইলের ধরন সনাক্ত করা যায়।
ফোল্ডার
- কোনো ডাইরেক্টরি, যার তত্ত্বাবধানে ফাইল থাকে তাকে ফোল্ডার বলে।
- ফোল্ডারের মধ্যে ফাইল রাখা যায়।
- ফোল্ডার হলো ফাইলের আধার।
- ফোল্ডারের প্রকারভেদ নেই।
- মনিটরের পর্দার ফাঁকা স্থানে মাউসের ডান বাটনে Click করে ফোল্ডার তৈরি করা হয়।
- ফোল্ডারের কোনো Extension থাকে না।