নিউমেরিক কীপ্যাড কি? What is Numeric keypad?

কীবোর্ডের ডান দিকে অবস্থিত ক্যালকুলেটরের মতো ১৭ থেকে ১৮ টি কী (Key) সম্বলিত অংশকে নিউমেরিক কী প্যাড (Numeric keypad) বলা হয়।

পরিসংখ্যান ও গণিত বিষয়ক কাজের জন্য নিউমেরিক কীপ্যাড ব্যবহার করা সুবিধাজনক। নিউমেরিক কী প্যাডের উপরের বাম পাশে অবস্থিত Num Lock লেখাযুক্ত কী-টি অফ ও অন করে নিউমেরিক কীপ্যাড অধিকাংশ কী দ্বৈত কাজে ব্যবহার করা যায়। অর্থাৎ Num Lock কী অন করে রাখলে গাণিতিক ফাংশনগুলো কাজ করে, আবার Num Lock কী বন্ধ থাকলে নিউমেরিক কী সমূহের নিচে যা লেখা আছে সেগুলো কাজ করবে। যেমন, 7 লেখা কী-টির নিচে হোম লেখা রয়েছে। Num Lock কী চালু থাকলে এটি চাপলে 7 লেখা হবে। আবার Num Lock কী বন্ধ থাকলে এটি চাপলে কার্সর লাইনের শেষে স্থানান্তরিত হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *