মাইক্রোসফট কী, ক্যাপস লক কী এবং এস্কেপ কী-এর কাজ কি?
মাইক্রোসফট কী (Microsoft Key) : কী-বোর্ডের নিচের সারিতে মাইক্রোসফট কোম্পানির Logo সংবলিত মাইক্রোসফট কী থাকে। মাইক্রোসফট নির্মিত অপারেটিং সিস্টেমে কী বিশেষ কাজ সম্পাদন করে। যেমন– মাইক্রোসফট কী + D চাপলে পর্দায় খোলা সব প্রোগ্রাম বন্ধ হয়ে ডেস্কটপ প্রদর্শিত হয়। মাইক্রোসফট কী + E চাপলে Windows Explorer প্রোগ্রাম চালু হয়। এছাড়াও আরো অনেক ধরনের কাজ করা যায়।
ক্যাপস লক কী (Caps Lock Key) : কী-বোর্ডের বাম দিকে কর্ণারের সারির মাঝামাঝি ক্যাপস লক কী অবস্থিত। ক্যাপস লক কী একবার চাপলে কী-বোর্ডের ডান দিকে উপরের দিকে একটি বাতি জ্বলে এবং পূনরায় চাপলে অফ হয়। বাতি অন থাকা অবস্থায় ইংরেজি হাতের লেখা সব বড় হাতের হয়।
এস্কেপ কী (Esc Key) : এস্কেপ কি (Esc Key) এর ব্যবহার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম। এই কী কোনো কাজ বা নির্দেশকে বাতিল করার জন্য ব্যবহার করা হয়। কোনো প্রোগ্রাম থেকে বের হওয়া বা বাতিল করার ক্ষেত্রে এই কী ব্যবহার করা হয়। কোনো ওয়েব ব্রাউজারের Stop button হিসেবে Shortcut Key রূপে ব্যবহার করা হয় এস্কেপ কি (Esc Key)।