নেটবুক কি? What is Netbook?
নোটবুকের মতো দেখতে ছোট কম্পিউটার জাতীয় ডিভাইসকে নেটবুক (Netbook) বলা হয়। এটিতে কম্পিউটারের সীমিত অনেক ফিচার থাকে। সাধারণভাবে এর সাইজ সাত থেকে দশ ইঞ্চি এবং ওজন তিন পাউন্ডের কম হয়ে থাকে। নেটবুকে ওয়াই-ফাই (Wi-Fi), ইথারনেট (Ethernet), ইউএসবি পোর্ট এবং ফ্ল্যাস মেমোরি কার্ডের স্লট বিল্ট-ইন থাকে। এতে সিডি বা ডিভিডি ড্রাইভ থাকে না এবং বেশিরভাগই স্টোরেজ এর জন্য সলিড স্টেড ডিস্ক (এসএসডি) ব্যবহার করে থাকে। প্রথম এবং জনপ্রিয় ব্রান্ড নেটবুক হলো ASUS Eee PC। নেটবুক হলো এক ধরণের সাবনোটবুক।