পড়াশোনা
1 min read

চৌকস ই-বুক কি?

Updated On :

চৌকস ই-বুক হচ্ছে এক ধরনের স্মার্ট ই-বুক। এই স্মার্ট ই-বুকে বই এর লিখিত অংশ ছাড়াও অডিও/ভিডিও/এনিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই স্মার্ট ই-বুকের কন্টেন্ট মাল্টিমিডিয়াতে সমৃদ্ধ। যেমন- এই স্মার্ট ই-বুকে থাকে কুইজ। কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও ই-বুক থেকেই জানা যায়। এমনকি এসব ই-বুকে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে।
অনেক ই-বুক নির্মাতা প্রতিষ্ঠান বিভিন্ন ফরম্যাটে এই ই-বুক তৈরি করেন। যেমন- ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কেবল আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “চৌকস ই-বুক কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

4.9/5 - (24 votes)