ল্যাপটপ কম্পিউটার ও ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য কি?
ল্যাপটপ কম্পিউটার ও ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer)
- ডেস্ক এর উপর রেখে কাজ করা হয় বলে এ ধরনের কম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়।
- ওজন তুলনামূলকভাবে বেশি বিধায় সহজে বহন করা যায় না।
- তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।
- বিদুৎ এর ব্যাকআপ হিসেবে কোন ব্যাটারি থাকে না।
- দাম তুলনামূলক কম।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায় না।
- অনেক পার্টস আপগ্রেড করা যায়।
- টিকে বেশি দিন।
- ল্যাপটপের চেয়ে বেশি গরম হয়।
- নষ্ট হলে সহজে ঠিক করা যায়।
ল্যাপটপ কম্পিউটার (Laptop computer)
- ল্যপ বা কোলের উপর স্থাপন করে ব্যবহার করা যায় এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলে।
- ওজন হালকা এবং সহজে বহন করা যায়।
- তুলনামূলকভাবে বিদুৎ কম খরচ হয়।
- সরাসরি বিদুৎ এর সাথে যুক্ত করা ছাড়াও এর ব্যাটারির সাহায্যে কয়েক ঘন্টা চলে।
- দাম তুলনামূলকভাবে বেশি।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা যায়।
- অনেক পার্টস আপগ্রেড করা যায় না।
- তুলনামূলকভাবে কম টিকে।
- ডেস্কটপের চেয়ে কম গরম হয়ে থাকে।
- নষ্ট হলে সহজে ঠিক করা যায় না।