অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ কম্পিউটার কিভাবে কাজ করে? What is Analog computer?
অ্যানালগ কম্পিউটার পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। এটি মূলত পদার্থবিজ্ঞানের নীতির ভিত্তিতে গঠিত একটি পরিমাপক যন্ত্র। চাপ, তাপ, তরলের প্রবাহ ইত্যাদি পরিবর্তনশীল ডেটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটারের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের কম্পিউটার পরিবর্তনশীল ভােল্টেজ থেকে ডেটা বুঝে নিয়ে প্রক্রিয়াকরণ কাজ সম্পন্ন করে। তেল শােধনাগারে তরলের প্রবাহ ও তাপমাত্র পরিমাপের জন্য এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। এটি ডিজিটাল কম্পিউটার থেকে বেশ ভিন্ন।
অ্যানালগ কম্পিউটার কিভাবে কাজ করে?
Analog Computer কাজ করে পরিমাপন (Measuring) পদ্ধতিতে। যেমন- বিদ্যুতের তারের ভােল্টেজের ওঠা-নামা, কোনাে পাইপের ভেতরের বাতাস বা তরল পদার্থের চাপ কম বেশি হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি পরিমাপনের ভিত্তিতে এনালগ কম্পিউটার কাজ করে।