প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) বলতে কী বোঝায়?

প্রেজেন্টেশন টেমপ্লেট (Presentation template) হলো প্রেজেন্টেশনের জন্য আগে থেকে তৈরি করা বিভিন্ন প্রেজেন্টেশন ডকুমেন্ট ফাইল, যাতে নানা রকমের টেক্সট, ইমেজ, এনিমেশন ও ইফেক্ট যুক্ত থাকে। কম্পিউটারে পাওয়ার পয়েন্টে এ ধরনের প্রচুর সুন্দর সুন্দর প্রেজেন্টেশন টেমপ্লেট যুক্ত রয়েছে। তৈরিকৃত টেমপ্লেটকে ইচ্ছে মতো অল্প বা অধিক পরিবর্তন করে ব্যবহার করা যায়।

প্রেজেন্টেশন টেমপ্লেট ব্যবহারের নিয়ম:
ধাপ-১ঃ Microsoft Office Power Point 2007 open করে office Button- এ ক্লিক করতে হবে। ফলে Office Button- এর কমান্ড লিস্টটি প্রদর্শিত হবে।
ধাপ-২ঃ এখানে New সিলেক্ট করতে হবে।
ধাপ-৩ঃ New Presentation ডায়ালগ বক্সে Installed Templates সিলেক্ট করলে বিভিন্ন ধরনের Template প্রদর্শিত হবে।
ধাপ-৪ঃ এখানে থেকে প্রয়োজনীয় টেমপ্লেটটি সিলেক্ট করে Create বাটনে ক্লিক করতে হবে। ফলে টেমপ্লেটটি পাওয়ার পয়েন্টে ওপেন হবে। এবার এটিকে ইচ্ছেমতো Customized করে ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *