পড়াশোনা

হিউম্যানওয়্যার কাকে বলে? কন্ট্রোল (Control) প্যানেল বলতে কী বোঝায়?

1 min read

কম্পিউটার প্রযুক্তিতে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করা, প্রোগ্রামে ডাটা ইনপুট দেওয়া, ফলাফল গ্রহণ, মুদ্রণ, সংরক্ষণ, উদ্দেশ্য ভিত্তিক ব্যবহার ইত্যাদি কাজে যেসব কর্মবাহিনী ও মানবসম্পদ জড়িত সামগ্রিকভাবে তাদেরকে হিউম্যানওয়্যার বলে। যেমন– কম্পিউটার ইউজার, সিস্টেম অ্যানালিস্ট, রক্ষণাবেক্ষণ ও মেরামতকারী, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার ইত্যাদি।

কন্ট্রোল (Control) প্যানেল বলতে কী বোঝায়?

কন্ট্রোল প্যানেলের দ্বারা উইন্ডোজ প্রোগ্রামের বাহ্যিক অবকাঠামো নির্ধারণ করা হয়। এখান থেকে যেকোনো Program এ যাওয়া যায় এবং Hardware ইনস্টল করা যায়। এছাড়া Hardware এর যেকোনো বিষয়বস্তু Setting ও করা যায়।

কন্ট্রোল প্যানেলে যা দেখা যায়
Control Panel এর মধ্যে– 32 bit ODBC, Add New hardware, Date/Time, Find Fast, Internet, Mail and Fax, Mouse, Network, Power, Regional, S3 Color control, Accessibility, Add/Remove Programs, Display, Fonts, Keyboard, Modems, Multi Media, Passwords, Printers, Settings, Sound, System প্রভৃতি দেখা যায়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x