পড়াশোনা

কম্পিউটার (Computer) চালু ও বন্ধ করার নিয়ম কি?

1 min read

একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য কম্পিউটার চালু ও বন্ধ করা শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য কম্পিউটার চালু ও বন্ধ করার প্রতিটি ধাপ খুবই সতর্কতার সাথে সম্পন্ন করা প্রয়োজন। এই টিটোরিয়ালে কম্পিউটার চালু ও বন্ধ করার নিয়ম এবং পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব।

কম্পিউটার চালু করা
আগেই বলেছি একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য কম্পিউটার চালু করা শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নতুন ব্যবহারকারীদের জন্য কম্পিউটার চালু করার প্রতিটি ধাপ খুবই সতর্কতার সাথে সম্পন্ন করা প্রয়োজন। কম্পিউটারে কাজ শুরু করতে হলে বিদ্যুৎ সাপ্লাই সুইচ চালু করা এবং স্ট্যাবিলাইজার অথবা ইউপিএস চালু থেকে শুরু করে পর্যায়ক্রমে কম্পিউটার সিস্টেম ইউনিট ও মনিটর চালু করা এবং উইন্ডোজ চালিত সিস্টেম বুটিং প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি কাজগুলো সম্পন্ন করতে হয়। বর্তমানে ডস অপারেটিং সিস্টেমে কাজ করা হয় না। এখন দেশে Windows 2000 বা Windows-XP-Professional অপারেটিং সিস্টেমে কাজ করা হয়। Windows 2000 বা Windows-XP Professional স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম। কম্পিউটার হার্ডডিস্কে Windows 2000 বা Windows-XP Professional বিদ্যমান থাকলে কম্পিউটার চালু করার পর কম্পিউটারের মনিটর জুড়ে Windows 2000 অথবা Windows-XP Professional-এর প্রতীক বা লোগো কিছুক্ষণের জন্য অবস্থান করে মিলে যাবে। কম্পিউটার চালু করার ধাপগুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো।

নিচের ধাপগুলো অনুসরণ করে একটি কম্পিউটারকে চালু করা যায়।

  • বিদ্যুৎ সাপ্লাই সুইচ অন করুন।
  • স্ট্যাবিলাইজার বা ইউপিএস চালু করুন।
  • কম্পিউটারের সিস্টেম ইউনিট চালু করুন।
  • মনিটর অন করুন।
  • পাসওয়ার্ড দেয়া থাকলে তা লিখে ENTER/OK কী চাপুন।
  • তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • উইন্ডোজ চালিত সিস্টেম মেনু ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
  • কিছুক্ষণের মধ্যেই চাহিদা মাফিক সফটওয়ারে কাজ করার জন্য কম্পিউটার সম্পূর্ণ প্রস্তুত হবে।

কম্পিউটার বন্ধ করা
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটার বন্ধ করার জন্য প্রথমে সব খোলা বা ওপেন করা প্রোগ্রাম বন্ধ করতে হবে। তারপর Start বার থেকে Shut Down মেনু নির্বাচন করে প্রাপ্ত Shut Down Windows ডায়ালগ বক্সে Shut Down অপশন নির্বাচন করে OK বাটন কিংবা এন্টার কী চাপতে হয়। এভাবে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়। অন্যথায় সিস্টেম ইউনিটের বক্সে পাওয়ার বাটন বা সুইচ টিপে কম্পিউটার বন্ধ করতে হয়। তবে পাঠক! আপনারা এভাবে কম্পিটার বন্ধ করবেন না। কারণ এতে কম্পিউটারের ক্ষতি হয়। পাওয়ার সমস্যার কারণে কম্পিউটার যে কোন উপকরণ অকেজো হয়ে যেতে পারে। ফলে কম্পিউটার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই সঠিক উপায়ে এবং নিয়ম মেনে কম্পিউটার বন্ধ করুন।

কম্পিউটার বন্ধ করার ধাপগুলো নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো। এই ধাপগুলো অনুসরণ করে কম্পিউটার বন্ধ করা যায়।

  • প্রথমে ব্যবহৃত সব প্রোগ্রাম বন্ধ করুন।
  • কম্পিউটারে START মেনু থেকে Shut down নির্বাচন করুন।
  • সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • কোন কোন কম্পিউটারের ক্ষেত্রে সিস্টেম ইউনিট বন্ধ করতে হয়।
  • কাজ শেষে মনিটর বন্ধ করুন।
  • ইউপিএস বন্ধ করুন।
  • পরে ভোলটেজ স্ট্যাবিলাইজার থাকলে বন্ধ করতে হবে।
  • সবশেষে বিদ্যুৎ সাপ্লাই সুইচ বন্ধ করুন।

কম্পিউটার বন্ধ করার জন্য অবশ্যই উপরের ধাপগুলো অনুসরণ করুন। হঠাৎ করে কম্পিউটার বন্ধ করবেন না। এতে করে সিস্টেমের কার্যক্ষমতা হারায় এবং কম্পিউটারে নানা রকম সমস্যা দেখা দিতে পারে।

1/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x