Modal Ad Example
পড়াশোনা

মেমোরির ধারণক্ষমতা কাকে বলে? কিবোর্ড এর ব্যবহার লিখ।

1 min read

কম্পিউটার মেমোরিতে বাইটের সংখ্যাকে মেমোরির ধারণক্ষমতা বলে। একে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।

  • ১ বাইট (Byte) = ৮ বিট (Bit)
  • ১ কিলোবাইট (KB) = ২১০ বাইট বা ১০২৪ বাইট।
  • ১ মেগাবাইট (MB) = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট।
  • ১ গিগাবাইট (GB) = ২৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট।
  • ১ টেরাবাইট (TB) = ২০৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট।
কিবোর্ড এর ব্যবহার লিখ।

কিবোর্ড কম্পিউটারের অন্যতম ইনপুট ডিভাইস। এর ব্যবহার নিচে দেওয়া হলো–

  1. কি-বোর্ড দিয়ে কম্পিউটারে লেখা যায়।
  2. কি-বোর্ড দিয়ে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কিছু ফাংশন নিয়ন্ত্রণ করা যায়।
  3. কি-বোর্ড দিয়ে কম্পিউটারে রাখা বিভিন্ন ফাইল ও ফোল্ডারে যাওয়া যায় এবং ওপেন করা যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x