সিডি ও ডিভিডি এর মধ্যে পার্থক্য কি?

সিডি ও ডিভিডি এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো-
সিডি (CD-ROM)

  • CD-ROM এর পূর্ণরূপ হচ্ছে Compact Disk Read Only Memory.
  • এতে এক স্তরে ডেটা সংরক্ষণ করা হয়।
  • ডেটা রাইট করার জন্য ইনফ্রারেট রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য ৬৩৫ ন্যানোমিটার।
  • ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। ৭০০ মেগাবাইটের মতো।
  • সিডি রম ড্রাইভে ডিভিডি চলে না।
  • ডিভিডি এর চেয়ে মূল্য কম।

ডিভিডি (DVD)

  • DVD এর পূর্ণরূপ হচ্ছে Digital Video Disk অথবা Digital Versatile Disk.
  • এতে একাদিক স্তরে ডেটা সংরক্ষণ করা হয়।
  • ডেটা রাইট করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য ৭৮০ ন্যানোমিটার।
  • ধারণক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ৪.৭ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট বা তারও উপরে।
  • ডিভিডি রম ড্রাইভে সিডি চলে।
  • তুলনামূলকভাবে মূল্য বেশি।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সিডি ও ডিভিডি এর মধ্যে পার্থক্য কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts