উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স কত প্রকার ও কি কি?

যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। এ লেন্স সাধারণত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে থাকে বলে একে অভিসারী লেন্সও বলা হয়।

উত্তল লেন্সের সাহায্যে আলোকরশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা যায়।

উত্তল লেন্সের প্রকারভেদ

উত্তল লেন্স তিন প্রকারের হয়ে থাকে। যথা–

ক. উভোত্তল বা দ্বি-উত্তল লেন্স : যে উত্তল লেন্সের উভয় তলই উত্তল তাকে উভোত্তল লেন্স বলে।

খ. অবতল উত্তল বা অবতলোত্তল লেন্স : এই লেন্সের এক পৃষ্ঠ অবতল ও বিপরীত পৃষ্ঠ উত্তল।

গ. সমতল-উত্তল বা সমতলোত্তল লেন্স : এই লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং বিপরীত পৃষ্ঠ উত্তল।

উত্তল ও অবতল লেন্সের পার্থক্য কি?

উত্তল ও অবতল লেন্সের পার্থক্য হলোঃ

উত্তল লেন্স

  • একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে।
  • প্রধান ফোকাস ও মেরুর মাঝে লক্ষ্য বস্তু হলে অবাস্তব বিম্ব গঠন করে, অন্য সকল ক্ষেত্রে বাস্তব বিম্ব গঠন করে।
  • ফোকাস দূরত্ব ধনাত্মক।

 

অবতল লেন্স

  • একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করে।
  • সবসময় অবাস্তব বিম্ব গঠন করে।
  • ফোকাস দূরত্ব ঋণাত্মক।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts