উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স কত প্রকার ও কি কি?
উত্তল লেন্সের সাহায্যে আলোকরশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা যায়।
উত্তল লেন্সের প্রকারভেদ
উত্তল লেন্স তিন প্রকারের হয়ে থাকে। যথা–
ক. উভোত্তল বা দ্বি-উত্তল লেন্স : যে উত্তল লেন্সের উভয় তলই উত্তল তাকে উভোত্তল লেন্স বলে।
খ. অবতল উত্তল বা অবতলোত্তল লেন্স : এই লেন্সের এক পৃষ্ঠ অবতল ও বিপরীত পৃষ্ঠ উত্তল।
গ. সমতল-উত্তল বা সমতলোত্তল লেন্স : এই লেন্সের এক পৃষ্ঠ সমতল এবং বিপরীত পৃষ্ঠ উত্তল।
উত্তল ও অবতল লেন্সের পার্থক্য কি?
উত্তল ও অবতল লেন্সের পার্থক্য হলোঃ
উত্তল লেন্স
- একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে।
- প্রধান ফোকাস ও মেরুর মাঝে লক্ষ্য বস্তু হলে অবাস্তব বিম্ব গঠন করে, অন্য সকল ক্ষেত্রে বাস্তব বিম্ব গঠন করে।
- ফোকাস দূরত্ব ধনাত্মক।
অবতল লেন্স
- একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করে।
- সবসময় অবাস্তব বিম্ব গঠন করে।
- ফোকাস দূরত্ব ঋণাত্মক।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “উত্তল লেন্স কাকে বলে? উত্তল লেন্স কত প্রকার ও কি কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।